মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

আইএসপিএবি নির্বাচন: এম এ হাকিমের নেতৃত্বে আইএসপি ইউনাইটেড প্যানেল ছবি- সংগৃহীত

আইএসপিএবি নির্বাচন: এম এ হাকিমের নেতৃত্বে আইএসপি ইউনাইটেড প্যানেল

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১০:১০, ২৯ এপ্রিল ২০২৫

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) ২০২৫২০২৭ মেয়াদের নির্বাচনে প্রার্থী হয়েছেন আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. হাকিম। তিনি আইএসপি ইউনাইটেড প্যানেলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

আইএসপিএব- ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সদস্য শ্রেণি থেকে নয়জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে চারজন করে মোট ১৩ জন নির্বাচিত হবেন।

আইএসপিএবির সাধারণ শ্রেণিতে ভোটার সংখ্যা ২৬৩ ও সহযোগী সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা ৫৯৯। আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী। সদস্য হিসেবে রয়েছেন রাকিব হোসেন ও মো. এরশাদ হোসেন।

নির্বাচনে অংশ নেওয়া এবং এ বিষয়ক এক ঘোষণায় এম. এ. হাকিম বলেছেন, আইএসপি ইউনাইটেড গঠিত হয়েছে ইন্টারনেট শিল্পে দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা অর্জনকারী একঝাঁক দক্ষ ও প্রতিশ্রুতিশীল পেশাজীবী নিয়ে। সম্মিলিত দক্ষতা, অভিজ্ঞতা এবং দায়বদ্ধ নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী আইএসপি ইন্ডাস্ট্রি গড়ে তোলা। আমরা সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সমস্যা সমাধান এবং ইন্ডাস্ট্রির টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করতে চাই।

প্যানেলের অন্যান্য সদস্য- নাজমুল করিম ভূঁঞা (ব্যবস্থাপনা পরিচালক, কেএস নেটওয়ার্ক লিমিটেড), নেয়ামুল হক খান (চেয়ারম্যান, মাজেদা নেটওয়ার্কস লিমিটেড), মঈন উদ্দিন আহমেদ (সিইও, রেড ডাটা প্রাঃ লিমিটেড), সাইফুল ইসলাম সিদ্দিক (ব্যবস্থাপনা পরিচালক, আইসিসি কমিউনিকেশন লিমিটেড), আসাদুজ্জামান সুজন (ব্যবস্থাপনা পরিচালক, অন্তরঙ্গ ডট কম লিমিটেড), মো. মিঠু হাওলাদার (সিটিও, ইনভেনশন টেকনোলজিস লিমিটেড), রাশেদুর রহমান রাজন (ব্যবস্থাপনা পরিচালক, ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেড), মাহবুব আলম রাজু (সিইও, সার্কেল নেটওয়ার্ক)।

টিম আইএসপি ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সদস্যদের স্বার্থ সংরক্ষণ, সমস্যা সমাধান এবং ইন্ডাস্ট্রির টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। একই সঙ্গে সদস্যদের সম্মান ও অধিকার রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা।

এমএএইচ

শেয়ার করুনঃ