মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

নতুন অ্যাকাউন্ট তৈরিতে পাসওয়ার্ড মুক্ত হচ্ছে মাইক্রোসফট ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন অ্যাকাউন্ট তৈরিতে পাসওয়ার্ড মুক্ত হচ্ছে মাইক্রোসফট

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫৬, ৩ মে ২০২৫

নতুন অ্যাকাউন্টে বাই ডিফল্ট পাসওয়ার্ড বিহীন হতে যাচ্ছে মাইক্রোসফট। আগে পাসওয়ার্ড বিহীন উইন্ডোজ লগ ইন ঘোষণা দেওয়ার পর এবার নতুন অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড মুছে দেওয়ার ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।

ফিচারটি চালু হওয়ার পর থেকে পাসওয়ার্ড এর চাইতেও শক্তিশালী এবং নিরাপদ পদ্ধতিতে নতুন অ্যাকাউন্টে সাইন আপ করার ব্যবস্থা করা হবে। নতুন ব্যবস্থাগুলোর মধ্যে থাকতে পারে পাসকি, পুশ নোটিফিকেশন অথবা সিকিউরিটি কি ইত্যাদি।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, এখন থেকে ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে -কে পরিবর্তন করে ওয়ার্ল্ড পাসকি ডে-তে রূপান্তর করতে চাইছে মাইক্রসফট। প্রতিষ্ঠানটি জানায়, তারা সম্প্রতি পাসকির ব্যাপক জনপ্রিয়তা দেখতে পেয়েছে। এই পদ্ধতি ব্যবহার করা ব্যক্তিদের ভেতর ৯৮ শতাংশই সফলতা পেয়েছে বলে তারা জানায়।

এমএএইচ

শেয়ার করুনঃ