.png)

অর্ধেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য দুঃসংবাদ, গুগল কী বলে
Published : ১৬:৪৬, ৩০ এপ্রিল ২০২৫
অ্যাপ মোবাইল ফোনে কিভাবে রান করবে তা গতি-প্রকৃতি সম্পূর্ণ পরিবর্তন করে দিলো গুগল। আগামী মাস থেকে অ্যান্ড্রয়েড নির্মাতা অ্যাপ রান করার এই নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে। আর এখানে একটি দুঃসংবাদ হল এই আপডেটে ফিন্যান্স, মেসেজিং এবং অন্যান্য কিছু অ্যাপ ঠিক মত কাজ করতে পারবে না বিশেষ করে যারা পুরোনো ওএস (অপারেটিং সিস্টেম) ব্যবহার করেন।
সংবাদ মাধ্যম ফোর্বস জানিয়েছে, একটা উপাত্ত থেকে দেখা যায় এই আপডেটের কারণে প্রায় অর্ধেক ব্যবহারকারী ঝুঁকিতে পড়বেন। গুগলের পক্ষ থেকে জানানো হয়, প্লে ইন্টিগ্রিটি এপিআই দিয়ে পরিচালিত এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল যা ব্যবসাকে বিভিন্ন আক্রমণের হাত থেকে রক্ষা করবে।
এই আপডেটে অ্যান্ড্রয়েড-১৩ বা তার উপরের সব ওএস খুব দ্রুত কাজ করতে পারবে কিন্তু এর নিচের ওএসগুলোতে সমস্যা দেখা দেবে। এই ওএসগুলো দিয়ে পরিচালিত ফোনের গতি অনেক কমে যাওয়ার সম্ভাবনা আছে। এতে বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন বিশেষ করে অ্যান্ড্রয়েড-১২ -এর ব্যবহারকারীরা। কেননা বিশ্বজুড়ে এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ মিলিয়ন। অ্যান্ড্রয়েড অথরিটির সূত্রে জানা গেছ, গুগলের পক্ষ থেকে অ্যান্ড্রয়েড ১২’র জন্য এর কোনও আপডেট আসার সম্ভাবনা নেই।
এমএএইচ