.png)

লাইসেন্স পেলো স্টারলিংক
Published : ২৩:৪৮, ২৮ এপ্রিল ২০২৫
বাংলাদেশে ব্যবসা শুরুর জন্য লাইসেন্স পেয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংক। সোমবার (২৮ এপ্রিল) স্টারলিংকের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি লিখেছেন, বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা মাননীয় প্রধান উপদেষ্টা ড ইউনূস স্যারের হাত ধরেই শুরু হলো।
তার ভাষায়- এভাবে আসবে আরও অনেকেই। আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমারা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি। পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকেও জানানো হয়েছে মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি এই লাইসেন্স অনুমোদন করেন।
স্টারলিংকের অনুকূলে আবেদনকৃত লাইসেন্স ইস্যুর জন্য গত ২১ এপ্রিল বিটিআরসিতে অনুষ্ঠিত ২৯৪তম কমিশন সভায় নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। স্টারলিংক বাংলাদেশের ইন্টারনেটে নতুন সংযোজন।
স্টারলিংক নিয়ে আরও পড়ুন: স্টারলিংক, দেশীয় আইএসপি এবং খোলা বাজার
এমএএইচ