.png)

আজ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হচ্ছে স্কাইপ
Published : ১৫:২৮, ৫ মে ২০২৫
আজ সোমবার (৫ মে) থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ। এদিন থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। কাল থেকে এটা আর ব্যবহার করা যাবে না।
মাইক্রোসফটের যোগাযোগ অ্যাপ টিমসকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে একই ধরনের দুটি সেবা চালু রাখার প্রয়োজন দেখছে না মাইক্রোসফট। তাই স্কাইপকে স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। গত মার্চ মাসে স্কাইপ বন্ধ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের বিকল্প প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য ৫ মে পর্যন্ত সময় দেওয়া হয়। তবে
মাইক্রোসফট বলেছে, স্কাইপ আইডি ব্যবহার করে মাইক্রোসফট টিমসে লগইন করা যাবে। এমনকি ব্যবহারকারীদের আদান-প্রদান করা পুরোনো মেসেজসহ গুরুত্বপূর্ণ তথ্য আপনা আপনি টিমসে স্থানান্তর হয়ে যাবে। এ কারণে টিমস ব্যবহারের জন্য নতুন করে আর অ্যাকাউন্ট খুলতে হবে না।
স্কাইপ বন্ধ হওয়ার পর ব্যবহারকারীদের মাইক্রোসফট টিমস ব্যবহার করতে হবে, তা নয়। ব্যবহারকারীরা চাইলে গুগল মিট, জুমসহ অন্য যেকোনও অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এমএএইচ