মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র তৈরিতে টাস্কফোর্স গঠন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র তৈরিতে টাস্কফোর্স গঠন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:১৪, ২৪ এপ্রিল ২০২৫

প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহকে প্রধান করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর মুহাম্মদ মুস্তাফা হোসেন, ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, প্রযুক্তি বিশেষজ্ঞ মাহমুদ সালাম মারুফ ও সাংবাদিক মো. শরিয়ত উল্যাহ।

প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন আসিফ শাহরিয়ার সুস্মিত। গত ১৭ এপ্রিল টাস্কফোর্স গঠনের গেজেট প্রকাশিত হয় বলে জানিয়েছে আইসিটি বিভাগ। টাস্কফোর্সের কার্যপরিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে, আইসিটি খাতে অনিয়ম এবং অপব্যবস্থাপনার তদন্ত এবং আইসিটি শ্বেতপত্র প্রকাশের নিমিত্তে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে।

বিগত সরকারের সময়ে আইসিটি বিভাগের  সম্পাদিত সব ধরনের চুক্তি এবং প্রকল্পের ডিপিপি, সব অডিট রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখবে এ টাস্কফোর্স। আইসিটি শ্বেতপত্র টাস্কফোর্স সব প্রতিবেদনের সার সংক্ষেপ এবং বিস্তারিত প্রতিবেদন আগামী ২১ জুনের মধ্যে দাখিল করবে। টাস্কফোর্সের সদস্যরা বিধি মোতাবেক সম্মানী বা সিটিং অ্যালাউন্স প্রাপ্ত হবেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ টাস্কফোর্সকে লজিস্টিকস ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বিভাগের উপ-সচিব মো. আবু নাছের টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা প্রদান করবেন।

টাস্কফোর্স প্রধান প্রফেসর ড. নিয়াজ আসাদুল্লাহ একজন বাংলাদেশি উন্নয়ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করে যুক্তরাজ্যের রিডিং, মালয়েশিয়ায় মোনাশ এবং থাইল্যান্ডের চুলালংকরন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসরিয়াল ফেলো হিসাবে নিয়োজিত আছেন।

এমএএইচ

শেয়ার করুনঃ