জাতীয় সেমিকন্ডাক্টর নীতিমালা তৈরি হচ্ছে
Published : ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশের জাতীয় সেমিকন্ডাক্টর পলিসি তৈরির কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রায় সবাই। এছাড়া ১৮টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, সরকারের বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টরা। অপরদিকে দেশের বাইরে থেকে এবার অনলাইনে অনেকে অংশ নেন।
বিষয়টি নিয়ে অন্তরর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ফয়েক আহমহ তৈয়্যব ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, ন্যাশনাল সেমাইকন্ডাক্টর পলিসি তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, পলিসির মূল লক্ষ্য হলো, গোটা বিশ্ব যেন বাংলাদেশকে একটি উদ্ভাবনীর দেশ হিসেবে দেখতে পায়। যেকেউ কোনও ভালো আইডিয়া আনলে সেটকে গ্রহণ করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
জানা গেছে, বাংলাদেশের কেউ যদি সরকারের মাধ্যমে কোনও কোম্পানিতে বিনিয়োগ করে, তাহলে লাভ্যাংশ শেয়ার করা হবে। অনুষ্ঠানে আরও বলা হয়, প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠাবে না। এর সাথে এখন ইন্টেলিজেন্স নেটওয়ার্কও আসবে। লোকাল আইডিয়ার কারণে গ্লোবাল ইমপ্যাক্ট তৈরি হবে এই পলিসির প্রয়োগে।
এমএএইচ















