.png)

বয়স নির্ণয়ে আরও নিখুঁত ফলাফল জানাবে মেটা
Published : ১৭:৫৮, ২২ এপ্রিল ২০২৫
এআই দিয়ে কিশোরদের বয়স বের করার প্রযুক্তিকে আরও প্রসারিত করলো মেটা। সম্প্রতি ইনস্টাগ্রামে এটা প্রয়োগ করা হয়েছে। ইনস্টাগ্রামে ব্যবহারকারীর ছবি দেখে নিজে থেকে তার বয়স নির্ণয় করে সেভাবে সেটিংস সাজিয়ে নেবে অ্যাপটি।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, গত বছর মেটা বয়স নির্ণয়ের প্রযুক্তি উন্মোচন করে। সেখানে এআই ব্যবহার করে বিভিন্ন প্রক্রিয়ায় যেমন- মেসেজ বা বিভিন্ন অ্যাক্টিভিটি পরীক্ষা করে বয়স নির্ণয় করত। কিশোর বয়সীদের অ্যাকাউন্টে অনেক কিছুই সীমিত করা আছে। যেমন এদের অ্যাকাউন্ট প্রাইভেট মোডে থাকে। বাইরের যেকেউ তাদের মেসেজ দিতে পারে না।
একটি ব্লগপোস্টে ইন্টাগ্রাম জানিয়েছে, গতকাল থেকে তারা বয়স নির্ণয়ের নতুন একটি পদ্ধতি আমেরিকায় পরীক্ষামূলকভাবে চালু করেছে। এই পদ্ধতিতে অ্যাপের এআই যদি বুঝতে পারে ব্যবহারকারী কিশোর বয়সী তাহলে আপনা-আপনি তার অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তীত হয়ে যাবে। তবে এই বয়স পরিমাপে যদি ভুল হয় তাহলে পরে অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন করার সুযোগ আছে বলেও জানায় ইনস্টাগ্রাম।
এমএএইচ