.png)

মোবাইল ফোনে শতভাগ নয়, ৯০ শতাংশ চার্জ দিন
Published : ১৬:২৮, ২১ এপ্রিল ২০২৫
মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেকেরই একটা স্বভাব হলো রাতে ঘুমানোর আগে ফোন চার্জ করতে দিয়ে ঘুমাতে যাওয়া, যেন সকালে শতভাগ চার্জ হওয়া একটি ফোন নিয়ে দিন শুরু করা যায়। পূর্ণাঙ্গ চার্জ হওয়া একটি ফোন দীর্ঘক্ষণ চালু থাকে। কিন্তু নিয়মিতভাবে ফোন ফুল চার্জ দেওয়া কি ব্যাটারির জন্য অদৌ মঙ্গলজনক?
সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন পেন স্টেট বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্টারের ডিরেক্টর চাও-ইয়ং ওয়্যাং। তিনি বলেন, এভাবে ব্যাটারি নিয়মিত চার্জ দিলে ব্যাটারি দ্রুত সক্ষমতা হারায়। ব্যাটারি যখন পূর্ণ মাত্রায় চার্জ হয় তখন তা উচ্চ ভোল্ট ধারণ করে যা ভেতরের রাসায়নিক দ্রব্যগুলোর বার্ধক্য দ্রুততর করে। এমনটা জানিয়েছেন নিউ জার্সি ইন্সটিটিউট অব টেকনলজি'র মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক দিবাকর দত্ত।
ওয়্যাং বলেন, নিয়মিত পূর্ণাঙ্গ চার্জে ব্যাটারির সক্ষমতা ১০ থেকে ১৫ শতাংশ কমে যায়। এক্ষেত্রে সবসময় ৯০ শতাংশ চার্জ দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও আজকালকের ব্যাটারি অনেক শক্তিশালী এবং এভাবে সক্ষমতা কমে যাওয়ার হারও অনেক ধীর গতির তাই এক্ষেত্রে খুব বেশি দুঃশ্চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন তিনি। আবার কখনোই যে পূর্ণাঙ্গ চার্জ দেওয়া যাবে না এমনটাও কেউ উল্লেখ করেননি।
এদিকে দত্ত বলেন, পূর্ণাঙ্গ চার্জের মতো ফোনকে একেবারে চার্জ শূন্যও করে ফেলা ঠিক না। এমনটা বারবার করলে ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা কমে যেতে পারে। এক্ষেত্রে চার্জ ২০ শতাংশে নেমে এলেই চার্জে দেওয়া উচিত বলে তিনি মনে করেন।
সব মিলিয়ে ফোনের চার্জ ২০ শতাংশে নেমে এলে সেটা ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উত্তম বলে মনে করেন সবাই। পাশাপাশি ব্যাটারিকে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা স্থানে রাখলে সেটাও ক্ষতিকর হতে পারে। আজকাল ফাস্ট চার্জিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর চেয়ে নর্মাল চার্জিং ব্যাটারিকে দীর্ঘক্ষণ সচল রাখে।
এমএএইচ