মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

আপনার স্মার্টফোনে স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন নেই, কিন্তু কেন? ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আপনার স্মার্টফোনে স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন নেই, কিন্তু কেন?

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৫০, ৯ এপ্রিল ২০২৫

স্মার্টফোনের ডিসপ্লে নিরাপদ রাখার জন্য স্ক্রিন প্রটেক্টরের ব্যবহার বহু বছর ধরেই চলে আসছে। শুরু থেকে মানুষ এটাকে ব্যবহার করছে তার ডিসপ্লেকে দাগ এবং ভাঙ্গার হাত থেকে রক্ষা করতে। তবে আজকাল নির্মাতারা যে মানের ডিসপ্লে তৈরি করছে তাতে এ ধরনের প্রটেক্টর ব্যবহারের আর কোনও প্রয়োজন নেই। প্রয়োজন না থাকার কারণগুলোর মধ্যে বিশেষ কয়েকটি হলো-

১. কাচের আধুনিক প্রযুক্তি

আধুনিক স্মার্টফোনের ডিসপ্লেগুলোর কাঁচ এমনিতেই অনেক শক্তিশালী হয়। যেমন- গরিলা গ্লাস অথবা সিরামিক শিল্ড এগুলো সবই বেশ শক্তিশালী। কোনও প্রিমিয়াম ডিভাইসের প্লেয়ারগুলো এতটা শক্তিশালী করা হয় যেন তা নিতদিন ব্যবহারের জন্য একাই যথেষ্ট। এগুলো ব্যবহারের জন্য আলাদাভাবে আর কোনও প্রতিরোধকের দরকার নেই

২. পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা

আগেকার দিনে ডিসপ্লে পড়ে গেলে ভেঙে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকতো। কিন্তু বর্তমানের ডিসপ্লে সে হিসেবে অনেক শক্তিশালী। অনেক ক্ষেত্রে মিলিটারি গ্রেডের ডিসপ্লেও ব্যবহার করা হয়। আবার অপরদিকে স্ক্রিন প্রটেক্টরগুলো সাধারণত পাতলা প্লাস্টিকের বডি হয় যেগুলো খুব একটা প্রটেকশন দিতেও পারে না। নির্মাতারা বিমানের ডিসপ্লে দিয়ে থাকে আজকাল সেগুলো এতই শক্তিশালী যে পকেটে যদি চাবি বা পয়সা থাকে সেগুলো ডিসপ্লের উপরে কোন দাগ ফেলতে পারে না।

৩. পরিষ্কার ডিসপ্লে

অনেক সময় স্ক্রিন প্রটেক্টরের কারণে ডিসপ্লে কিছুটা অপরিষ্কার দেখা যায়। বরং ডিসপ্লেতে যদি হালকা দাগ থাকে তাহলে প্রটেক্টরের কারণে সেটা আরও উজ্জ্বলভাবে দেখা যায়। আর হাত থেকে পড়ে যাওয়ার ভয় থাকলে স্ক্রিন প্রটেক্টরের বদলে প্লাস্টিকের কাভার ব্যবহার করা যেতে পারে।

৪. নির্মাতাদের ওয়ারেন্টি

আজকাল ডিসপ্লেগুলোতে নির্মাতাদের পক্ষ থেকে ভালো ওয়ারেন্টি দেওয়া থাকে। তাই ফোনে আলাদাভাবে প্রটেক্টর ব্যবহার করে অযথা সৌন্দর্য নষ্টের কোনও প্রয়োজন নেই। তাই এসব কাভার বা প্রটেক্টরের পেছনে খরচ না করে বাজেট বাড়িয়ে ভালো স্মার্টফোন কেনাই বুদ্ধিমানের কাজ হবে।

-গিজমো চায়না ডট কম অবলম্বনে

এমএএইচ

শেয়ার করুনঃ