.png)

বদলে যাচ্ছে আইফোন বাজারে আসার সময়, কবে আসবে নতুন ফোন
Published : ১৬:৪৫, ৬ মে ২০২৫
আইফোন ৪এস বাজারে ছাড়ার সময় থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ বছর ধরে প্রতিবছরই নতুন মডেলের আইফোন বাজারে ছাড়া হয় শরত ঋতুতে। তবে এবার এই ঐতিহ্যের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।
অ্যাপল বিশ্লেষক মিঙ চি কুয়ো সম্প্রতি দ্য ইনফরমেশন গণমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশ করেন। সেখানে তিনি জানান, অ্যাপলের সাশ্রয়ী ফোনগুলো বছরের মাঝামাঝি নাগাদ উন্মোচিত হতে পারে। অপরদিকে অ্যাপলের ফ্ল্যাগশিপ বা প্রো মডেলের ফোনগুলো আসবে বছরের শেষ নাগাদ। তিনি বলেন, আইফোন ১৭-এ বছরের শরতে এলেও পরবর্তীগুলোতে এই ধারা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সে বছর আইফোনের সাশ্রয়ী মডেলগুলো মার্চ-এপ্রিলের ভেতরেই চলে আসতে পারে।
মূলত, স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় জিতে যেতে আইফোনের নতুন মডেল বাজারে ছাড়ার সময়ের ব্যবধানকে কমিয়ে আনতে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল বলে মন্তব্য করেছেন কুয়ো।
সংবাদমাধ্যম সিনেট জানায়, আসন্ন আইফোন-১৭তে আইফোন স্লিম নামে বেশ পাতলা একটি মডেল বাজারে আসতে যাচ্ছে। এর পুরুত্ব মাত্র ৫.৫ মিলিমিটার হতে পারে।
এমএএইচ