মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৭ কৌশল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৭ কৌশল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৪, ১২ নভেম্বর ২০২৪

প্রোফাইল গোছানো:

ফেসবুক পেজের জন্য ভিন্ন ধরনের একটা নাম থাকলে নিজেকে আলাদা করতে পারবেন। তবে ব্যবহারকারীরা পেজটাকে সহজে খুঁজে পাবে না। এ ক্ষেত্রে মাথায় রাখতে হবে মানুষের খোঁজার অভ্যাস। অর্থাৎ মানুষ গুগল বা ফেসবুকে কী লিখে সার্চ করছে সেটা মাথায় রেখে পেজের নাম ও ইউআরএল ঠিক করুন।

অন্যের পেজে লাইক-কমেন্ট করুন

নিজের পেজে অন্যের লাইক কমেন্টের আশায় বসে না থেকে পেজের প্রোফাইল থেকে অন্যের পেজের ভালো পোস্টগুলোতে লাইক ও কমেন্ট করুন। শুধু নিজের পেজের নামটা দেখানোর জন্য এক শব্দে বা এলোমেলো কিছু লিখতে যাবেন না। এতে আপনার পেজের প্রতি কারও আগ্রহ থাকবে না।

কল টু অ্যাকশন

বিজনেস সংক্রান্ত পেজ হলে অবশ্যই ওপরের দিকের বারে উপযুক্ত বাটন রাখবেন। কারও ক্ষেত্রে সেটা হতে পারে সেন্ড মেসেজ, কারও বেলায় সাইন-আপ। আবার পেজের শপ সেকশনে যখন যথেষ্ট আইটেম থাকবে তখন শপ নাওবাটনও যোগ করতে পারেন। এক্ষেত্রে সেন্ড মেসেজ বা কল বাটনের ব্যবহারই বেশি বলা যায়।

যোগ করুন গ্রুপ

পেজের ফ্যান-ফলোয়ার বাড়তে শুরু করলে তাদের সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করুন। তাদের মতামত বা পোস্ট শেয়ার করার জন্য আলাদা করে একটা গ্রুপ বানিয়ে নিতে পারেন। ওই গ্রুপের কারণেও বাড়তে পারে অর্গানিক লাইক।

লাইভ

সাধারণ ভিডিও বা পোস্টের চেয়ে কয়েকগুণ রিচ পাওয়া যায় ফেসবুক লাইভ ভিডিওতে। তাই পেজের সঙ্গে মানানসই কোনও আইডিয়া পেলে সেটার লাইভ করার চেষ্টা করুন। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে।

ভুল তথ্য কখনও নয়

পেজের এনগেজমেন্ট বাড়াতে উল্টোপাল্টা খবর বা ভুল কিছু পোস্ট করতে যাবেন না। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব। ভুল তথ্যের রিপোর্ট পেলে দেখা যাবে আপনার পেজটা চলে যাবে লাল তালিকায়।

ইনস্ট্যান্ট রিপ্লাই

আপনার বিজনেস পেজে ইনবক্স করা মাত্রই যেন ক্রেতারা কোনও না কোনও তথ্য পায়, সে জন্য অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংসে গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে মেসেজটি লিখুন। ক্রেতা বা গ্রাহক যদি শুধু দেশীয় হয় তাহলে মেসেজটি বাংলাতেই লিখুন। সবশেষে সেভ করুন।

 

এমএএইচ

শেয়ার করুনঃ