মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

টেলিটকের ইন্টারনেটের দাম কমছে ছবি: সংগৃহীত

টেলিটকের ইন্টারনেটের দাম কমছে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ২৩:০৯, ২৯ মার্চ ২০২৫

টেলিটক তার বিদ্যমান অধিকাংশ ডাটা (ইন্টারনেট) প্যাকেজের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়ছে যা ঈদের দিন থেকে কার্যকর করা হবে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চালু থাকবে।  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।  তিনি আশা প্রকাশ করেছেন ইন্টারনেট প্যাকেজের দাম কমানোর ফলে টেলিটকের গ্রাহক সংখ্যা বাড়বে।

বিস্তারিত জানা যাবে টেলিটকের ওয়েবসাইট ভিজিট করে অথবা ১২১ গ্রাহক সেবায় কল করে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রামীণ জনগোষ্ঠীর কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছানোর জন্য হাওড় ও দ্বীপাঞ্চলে টেলিটক নেটওয়ার্ক বিস্তার করেছে।  দেশে ফোর-জি প্রযুক্তির বিস্তার এবং ফাইভ-জি প্রযুক্তি চালুর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।  এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-গভর্নেন্স ও ই-কমার্স খাতে টেলিটকের অবদান ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।  সম্প্রতি সাবমেরিন ক্যাবল কোম্পানি ব্যান্ডউইথ খরচ ১০ শতাংশ কমানোর ফলে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং দেশের ডিজিটাল অগ্রযাত্রা ত্বরান্বিত হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ