মঙ্গলবার; ০৬ মে ২০২৫; ২২ বৈশাখ ১৪৩২

স্প্যামের ব্যাপারে আরও কঠোর ফেসবুক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্প্যামের ব্যাপারে আরও কঠোর ফেসবুক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৯:১৪, ২৭ এপ্রিল ২০২৫

ফেসবুকে স্প্যাম ছড়ানো বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে মেটা। অতিরিক্ত হ্যাশট্যাগ দিয়ে বা ছবির সাথে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন লিখে অ্যালগরিদমকে বিভ্রান্ত করে আর আয় করা যাবে না। এক ঘোষণায় সম্প্রতি এ তথ্য জানিয়েছে মেটা।

মেটা জানায়, এ ধরনের অপ্রাসঙ্গিক পোস্টগুলোতে আর মনিটাইজেশন সুবিধা থাকবে না। এগুলো শুধু ফলোয়ারদের টাইমলাইনে দেখানো হবে।

মেটা বলছে, স্প্যাম কনটেন্ট মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে, তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।

এসব কর্মকাণ্ডে জড়িত অ্যাকাউন্টগুলোর মনিটাইজেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে। গুরুতর ক্ষেত্রে পোস্ট ও অ্যাকাউন্ট মুছে ফেলা হতে পারে।

নতুন ফিচার ও মডারেশন টুল

মেটা পরীক্ষামূলকভাবে একটি ফিচার চালু করেছে, যেখানে ব্যবহারকারী সরাসরি রিপোর্ট করতে পারবেন যে  কোন মন্তব্য অপ্রয়োজনীয় বা স্প্যাম বলে মনে হয়েছে। পাশাপাশি পেজ মালিকদের জন্য এসেছে নতুন মডারেশন টুল। যা ভুয়া অ্যাকাউন্ট বা অন্যের নাম ব্যবহার করে করা মন্তব্যগুলো স্বয়ংক্রিয়ভাবে লুকিয়ে ফেলবে।

এমএএইচ

শেয়ার করুনঃ