.png)

শিশুদের সঙ্গে অশ্লীল আলাপচারিতার অভিযোগ ফেসবুকের এআইয়ের বিরুদ্ধে
Published : ১৮:০৯, ২৯ এপ্রিল ২০২৫
সেলিব্রেটিদের কণ্ঠস্বর নকল করে ব্যবহারকারীদের সঙ্গে অশ্লীল আলাপচারিতা চালানোর অভিযোগ উঠেছে মেটার এআই’র বিরুদ্ধে। ব্যবহারকারীদের মধ্যে শিশু কিশোররাও আছে। সম্প্রতি ওয়ালস্ট্রিট জার্নালের অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়।
ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যবহৃত মেটার এআই বট ইঞ্জিন দিয়ে টেক্সট, সেলফি এবং লাইভ কনভারসেশন চালানো যায়। এই কনভারসেশনে ভয়েস দেওয়ার জন্য এআই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন নামকরা তারকা যেমন জন সিনা, ক্রিস্টেন বেল এবং জুডি ডেঞ্চের সঙ্গে মিলিয়ন ডলার চুক্তি করেছে।
সম্প্রতি এসব বট কম বয়সী ব্যবহারকারী-সহ বিভিন্ন ব্যবহারকারীদের সঙ্গে যৌন আবেদনময় কথাবার্তা এবং ছবি শেয়ার করছে। তবে এ ব্যাপারে সম্প্রতি সচেতন হয়েছে মেটা। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এ ধরনের অভিযোগকে কাল্পনিক হিসেবে দাবি করে বলেছেন, তারপরও আমরা এগুলো নিরসনে কাজ করছি। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল তাদের অনুসন্ধান চালিয়ে দেখতে পায় মেটা এখনও এ ধরনের কনটেন্ট শেয়ার করছে।
এমএএইচ