রোববার; ০৩ আগস্ট ২০২৫; ১৯ শ্রাবণ ১৪৩২

গুগল জেমিনাই ২.৫ ডিপ থিংক: জটিল সমস্যা সমাধানে শক্তিশালী এআই ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গুগল জেমিনাই ২.৫ ডিপ থিংক: জটিল সমস্যা সমাধানে শক্তিশালী এআই

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১০:৪৩, ৩ আগস্ট ২০২৫

গুগল তাদের বৃহৎ ভাষা মডেল জেমিনি ২.৫-এর একটি নতুন সংস্করণ উন্মোচন করেছে, যার নাম জেমিনাই ২.৫ ডিপ থিংক। এই সংস্করণটি তৈরি করা হয়েছে জটিল সমস্যার সমাধানকে মাথায় রেখে। এটি এমন প্রম্পট বুঝতে ও সমাধান দিতে সক্ষম যেগুলোর জন্য প্রয়োজন হয় কৌশলগত পরিকল্পনা, সৃজনশীলতা এবং গভীর বিশ্লেষণ।

এই মডেলটি বর্তমানে পাওয়া যাচ্ছে শুধু গুগলের এআই আলট্রা প্ল্যান-এর গ্রাহকদের জন্য, যার মাসিক খরচ ২৫০ ডলার।

চলতি বছরের শুরুর দিকে ঘোষিত এই এআই আলট্রা সাবস্ক্রিপশন মূলত প্রিমিয়াম গ্রাহকদের জন্য, যারা আরও উন্নত জেনারেটিভ এআই টুল ব্যবহার করতে আগ্রহী। যেখানে অন্যান্য জেমিনাই মডেলগুলো হয় ফ্রি, নয়তো ২০ ডলারে ব্যবহার করা যায়, সেখানে ডিপ থিঙ্ক সংস্করণটি অপেক্ষাকৃত ব্যয়বহুল, কারণ এটি উচ্চমানের কম্পিউটেশনাল কাজের জন্য প্রস্তুত।

জেনারেটিভ এআই নিয়ে কাজ করা ডেভেলপাররা এখন মডেলগুলোর গবেষণামূলক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রসেসিং টাইমও বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। যেমন ওপেনএআই-এর চ্যাটজিপিটির জন্য 'ডিপ রিসার্চ' টুল রয়েছে, তেমনি গুগলেরও একটি ডিপ রিসার্চ টুল রয়েছে যা সব জেমিনাই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। তবে ডিপ থিংক তার নিজস্ব "প্যারালাল থিঙ্কিং" পদ্ধতি ব্যবহার করে- একসাথে একাধিক চিন্তা-ধারা বিবেচনা করে তা থেকে সমাধান খুঁজে বের করে।

এই পদ্ধতি এবং অতিরিক্ত প্রসেসিং টাইমের সমন্বয়ে মডেলটি আরও উন্নত ফলাফল দিতে সক্ষম হলেও, এর জন্য প্রয়োজন হয় প্রচুর কম্পিউটিং পাওয়ার এবং তদনুযায়ী বাড়ে খরচও।

জেমিনি ২.৫ ডিপ থিংকের প্রকাশ এটাই প্রমাণ করে ক্রমাগত আরও শক্তিশালী এবং উন্নত সমস্যা সমাধান সক্ষমতা সম্পন্ন এআই মডেল তৈরির প্রবণতা বাড়ছে- যদিও এর জন্য ব্যবহারকারীদের উচ্চমূল্য পরিশোধ করতে হচ্ছে। 

এমএএইচ

শেয়ার করুনঃ