শনিবার; ০২ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

লেনোভোর আইডিয়া প্যাড স্লিম থ্রি ছবি- সংগৃহীত

লেনোভোর আইডিয়া প্যাড স্লিম থ্রি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৩২, ২ আগস্ট ২০২৫

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি দেশে নিয়ে এসেছে লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি।

১৫.৩ ইঞ্চি ডিসপ্লের বিশিষ্ট এই ল্যাপটপের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্লু লাইট ফিচার যা ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখবে। ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন, ওয়াই-ফাই সিক্স ই,ব্লুটুথ ৫.২, ডলবি অডিও, ফুল এইচডি আইআর ১০৮০পি ক্যামেরা, এসডি কার্ড রিডার-সহ আরও নানা ফিচার।

এটিতে রয়েছে ৪.৭ গিগাহার্টজ ক্ষমতা সম্পন্ন ইন্টেল কোর থ্রি ১০০ইউ প্রসেসর,৮ জিবি ডিডিআর-ফাইভ ৪৮০০ র‍্যাম, ৫১২ জিবি এসএসডি এবং ৫০ ওয়াট আওয়ারের ব্যাটারি যা দ্রুত পারফরমেন্স, মাল্টিটাস্কিং এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ দেয়। 

নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি বিশেষ পরীক্ষিত অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠাণ্ডা, পরিবেশগত যেকোনও পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হবে। ল্যাপটপটি পাওয়া যাবে লুনা গ্রে কালারে।

২ বছরের ওয়্যারেন্টিসহ এই পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত সব ডিলার হাউজে।

এমএএইচ

শেয়ার করুনঃ