.png)

১৮ বছরে অ্যাপল বিক্রি করলো ৩০০ কোটি আইফোন
Published : ১৩:৫৭, ২ আগস্ট ২০২৫
২০০৭ সালে আইফোনের যাত্রা শুরুর পর থেকে অ্যাপল একটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে, ৩ বিলিয়ন আইফোন বিক্রির ঘোষণা দিয়েছেন কোম্পানির সিইও টিম কুক, তৃতীয় প্রান্তিকের আয় সংক্রান্ত আলোচনায়।
প্রথম এক বিলিয়ন আইফোন বিক্রি হতে সময় লেগেছিল নয় বছর, যা ২০১৬ সালে অর্জিত হয়। পরবর্তী দুই বিলিয়ন ইউনিট বিক্রি হয় পরবর্তী নয় বছরে, যা আইফোনের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে তুলে ধরে।
এই অর্জনের পরও অ্যাপল শেয়ারবাজারে কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে, বাজারমূল্যের দিক থেকে এনভিডিয়া ও মাইক্রোসফটের থেকে পিছিয়ে পড়েছে। তবে কোম্পানি এই প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি আইফোন বিক্রির তথ্য জানিয়েছে, যেখানে আগের বছরের তুলনায় বিক্রি বেড়েছে ১৩ শতাংশ । এই বৃদ্ধির ফলে আয় হয়েছে ৪৪.৬ বিলিয়ন ডলার, যা অ্যাপলের মোট প্রান্তিক আয় ৯৪ বিলিয়ন ডলারের প্রায় অর্ধেক।
বিক্রির এই উল্লম্ফনের পেছনে কারণ হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক পরিকল্পনার কারণে সম্ভাব্য মূল্যবৃদ্ধি নিয়ে গ্রাহকদের উদ্বেগ। যদিও এই বিষয়টি এখনও অনিশ্চিত।
এমএএইচ