শনিবার; ০২ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

আগামী বছর আসছে ফোল্ডেবল আইফোন, দাম কত হতে পারে? ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আগামী বছর আসছে ফোল্ডেবল আইফোন, দাম কত হতে পারে?

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৬, ২৩ জুলাই ২০২৫

অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য (ফোল্ডেবল) আইফোন নিয়ে উত্তেজনা তুঙ্গে! ম্যাক রিউমারসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে বাজারে আসছে এই নতুন ডিভাইস। ফোনটির ভেতরের ডিসপ্লে ৭.৮ ইঞ্চি ও বাইরের ডিসপ্লের সাইজ হবে ৫.৫ ইঞ্চি, যা বইয়ের মতো ভাঁজ করা যাবে। স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ডের মতো এই ফোন ক্রিজ-মুক্ত ডিসপ্লের লক্ষ্যে তৈরি হচ্ছে। অ্যাপল স্যামসাং ডিসপ্লে থেকে বিশেষ প্যানেল ও ফাইন এম-টেকের মেটাল প্লেট ব্যবহার করবে।

ম্যাক রিউমারসের তথ্যমতে, এই ফোনের পুরুত্ব- ভাঁজ করা অবস্থায় ৯ থেকে ৯.৫ মিলিমিটার এবং খোলা অবস্থায় ৪.৫ থেকে ৪.৮ মিলিমিটার হবে। এটি হতে পারে অ্যাপলের সবচেয়ে পাতলা ডিভাইস। এতে টাইটানিয়াম ও স্টেইনলেস স্টিলের হিঞ্জ এবং ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। তবে, ফেস আইডির পরিবর্তে টাচ আইডি সাইড বাটনে থাকতে পারে।

ফোনটির দাম হতে পারে ২ হাজার ডলারের কাছাকাছি। অ্যাপল ভক্তদের জন্য এই ভাঁজযোগ্য আইফোন প্রযুক্তির নতুন যুগের সূচনা করবে। এই উদ্ভাবন অ্যাপলের ডিজাইন ও প্রযুক্তির সীমানা আরও প্রসারিত করবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

এমএএইচ

শেয়ার করুনঃ