.png)

দেশে এলো এআই নির্ভর অনারের এক্স৬সি স্মার্টফোন
Published : ১৮:০৬, ১৭ জুলাই ২০২৫
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের বাজারে অনার এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করেছে। অনুষ্ঠানটি অনার বাংলাদেশের প্রধান কার্যালয় স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত হয়। ডিভাইসটিতে রয়েছে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।
অনারের এক্স সিরিজের নতুন এ স্মার্টফোনটিতে রয়েছে বিশেষ এআই বাটন। এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা শর্ট প্রেস করে কুইক মেন্যুতে প্রবেশ করতে পারবেন, আবার লং প্রেস করে গুগল লেন্স চালু করে বিভিন্ন বস্তু শনাক্তকরণ, অনুবাদ করা ও দ্রুত সার্চের মত সুবিধা উপভোগ করতে পাবেন। ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে এবং কাজে গতিশীলতা বাড়াবে।
ডিভাইসটির আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল এআই ইরেজার। এই টুলটি বুদ্ধিমত্তার সাথে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু বা চলমান পথচারীদের কয়েকটি ট্যাপেই মুছে ফেলতে পারে। ফলে, গ্যালারিতে রাখা স্মৃতিগুলো হয়ে উঠবে একেবারে নিখুঁত। অনার এক্স৬সি এর সাথে থাকা এআই ট্রান্সলেশন খুব সাবলীলভাবে বিভিন্ন ভাষাগত ব্যবধান ঘুচাতে সক্ষম, যা ভ্রমণপিপাসু ও পেশাজীবীদের জন্য একটি প্রয়োজনীয় টুল।
নতুন এ ফোনটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মো. মুজাহিদুল ইসলাম এবং হেড অব বিজনেস মো. আবদুল্লাহ আল মামুন।
অনার এক্স৬সি ফোনে রয়েছে ৫৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি এবং ৬.৬১ ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
স্মার্টফোনটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আইপি৬৪ রেটিং, এটি স্মার্টফোনটিকে পানির ছিটা ও ধুলাবালি থেকে সুরক্ষা দেবে এবং এর ক্রাশ রেজিটেন্স ১.৫ মিটার উচ্চতা থেকে পড়লেও ফোনকে রাখবে একদম অক্ষত। শুধু এটুকুই নয়, এর আল্ট্রা পাওয়ার সেভিং মোড মাত্র ২ শতাংশ ব্যাটারিতে ৬০ মিনিট টকটাইম বা ১৩.৯ ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা দেবে।
অনার এক্স৬সি বাজারে এসেছে তিনটি দৃষ্টিনন্দন রঙে; মুনলাইট হোয়াইট, ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক। আর অসাধারণ ফিচারের এই ফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
এমএএইচ