.png)

গ্রামীণফোন শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে
Published : ১৪:০৭, ১৭ জুলাই ২০২৫
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ৪ হাজার ১০৩ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন লিমিটেড। যদিও বলা হচ্ছে গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ২ দশমিক ৮ শতাংশ কম। দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৬৩ লাখে। এর মধ্যে ৫৮ দশমিক ৩ শতাংশ বা ৫ কোটি ৩ লাখ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। অপারেটরটি শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রামীণফোন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেছেন, গত প্রান্তিকের তুলনায় রাজস্ব বৃদ্ধি পাওয়া এবং সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার কল্যাণে গত বছরের একই প্রান্তিকের তুলনায় মোট কর পরবর্তী মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধের জন্য আমরা শেয়ার প্রতি ১১ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করছি।
তিনি আরও বলেন, এ বছর প্রথমবারের মতো হজ্বযাত্রীরা স্থানীয় মুদ্রার (টাকা) মোবাইল ব্যালেন্স দিয়ে আন্তর্জাতিক রোমিংয়ের সুযোগ পেয়েছেন। টেলিকম খাত ও সরকারের যৌথ সহযোগিতার এটি এক মাইলফলক অর্জন।
গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক বলেন, অর্থনীতি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরছে; কমতে শুরু করেছে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রা বিনিময় হারও স্থিতিশীল হচ্ছে। বিক্রিত পণ্য ও সেবার ব্যয় (সিওজিএস) এবং পরিচালন ব্যয় উভয়ই কমায় গত বছরের একই সময়ের তুলনায় আমাদের সামগ্রিক ব্যয় ২ শতাংশ কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমাদের মোট রাজস্ব আয় কমেছে ২ দশমিক ৮ শতাংশ। তবে মূলত ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি এবং ঈদ ঘিরে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে রাজস্ব ৭ শতাংশ বেড়েছে।
তিনি জানান, পরপর দুই প্রান্তিকে ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে, এই প্রান্তিকে যার পরিমাণ ২ হাজার ৪৬২ কোটি টাকা; পূর্ববর্তী প্রান্তিকের তুলনায় এটি ১১ দশমিক ৯ শতাংশ বেশি। আমি এটা দেখে সন্তুষ্ট যে, ভাল টপ লাইন ডেভেলপমেন্ট এবং সুশৃঙ্খল ব্যয়ের কল্যাণে গত বছরের একই প্রান্তিকের তুলনায় মোট কর পরবর্তী মুনাফা ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এমএএইচ