শুক্রবার; ১৮ জুলাই ২০২৫; ২ শ্রাবণ ১৪৩২

সারাদেশে চালু হলো পাঠাও পে ছবি- সংগৃহীত

সারাদেশে চালু হলো পাঠাও পে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:৫৬, ৮ জুলাই ২০২৫

দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও -এর পাঠাও পে সারাদেশে চালু হয়েছে। এটি ৮ জুলাই (মঙ্গলবার) থেকে সারাদেশে ডিজিটাল সার্ভিস দেবে।

পাঠাও পে দিয়ে আপনি এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করা যাবে। সাথে আছে কিছু মজার ফিচারও। যেমন- পে ট্যাগ দিয়ে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, স্প্লিট পে দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, গ্রুপ সেন্ড মানি দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো এবং অটো পে দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে।

ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। পাঠাও পে-তে অ্যাড মানি করা যাবে ডেবিট ও ক্রেডিট কার্ড ও নগদ থেকে।

পাঠাও-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেছেন, পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যন্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পে-র মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই একসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে ।

এই লঞ্চের অংশ হিসেবে পাঠাও চালু করেছে পাঠাও পে কার্ড। এই মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডের মাধ্যমে ইউজাররা দেশে এবং বিদেশে আরও সহজে তাদের ফাইন্যান্স কন্ট্রোল করতে পারবেন। কার্ডটি পাওয়া যাবে তিনটি ইউনিক ডিজাইনে। এই কার্ডে থাকছে, রিয়েল-টাইম ওয়ালেট ব্যালেন্স সিঙ্কিং, ডুয়াল কারেন্সি সাপোর্ট।

লঞ্চ উপলক্ষে নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন পাঠাও-এর কোর সার্ভিসগুলোতে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! 

 

এমএএইচ

শেয়ার করুনঃ