ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে ১৩ আবেদন, তালিকায় কারা?
Published : ১২:১৬, ৪ নভেম্বর ২০২৫
ডিজিটাল ব্যাংক গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংকে ১৩টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ, ক্ষুদ্রঋণ সংস্থা, মোবাইল অপারেটর এবং মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় ব্যাংক গত ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু করে। প্রাথমিকভাবে শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর। পরে তা বাড়িয়ে ২ নভেম্বর করা হয়। রবিবার ছিল আবেদন জমার শেষ দিন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আবেদনকারী প্রতিষ্ঠানগুলো হলো:
ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি: উদ্যোক্তা সাংবাদিক শাইখ সিরাজ
ডিজিটাল ব্যাংকিং অব ভুটান: উদ্যোক্তা ভুটানের ডিকে ব্যাংক
আমার ডিজিটাল ব্যাংক: উদ্যোক্তা ২২টি ক্ষুদ্রঋণ সংস্থা
৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি: উদ্যোক্তা ১৬ ব্যক্তি
বুস্ট: উদ্যোক্তা রবি আজিয়াটা লিমিটেড
আমার ব্যাংক: উদ্যোক্তা কয়েকটি বেসরকারি সংস্থা
অ্যাপ ব্যাংক: উদ্যোক্তা যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি
নোভা ডিজিটাল ব্যাংক: উদ্যোক্তা বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার
মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি: উদ্যোক্তা ক্ষুদ্রঋণ সংস্থা আশা
জাপান বাংলা ডিজিটাল ব্যাংক: উদ্যোক্তা ডিবিএল গ্রুপ
মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক: উদ্যোক্তা আকিজ রিসোর্স
বিকাশ ডিজিটাল ব্যাংক: উদ্যোক্তা বিকাশের শেয়ারহোল্ডাররা
উপকারী ডিজিটাল ব্যাংক: উদ্যোক্তা আইটি সলিউশন লিমিটেড।
এমএএইচ

















