.png)

জাপান ইন্টারনেট গতির নতুন বিশ্ব রেকর্ড গড়লো
Published : ১৬:৪৫, ১৩ জুলাই ২০২৫
জাপান ইন্টারনেট গতির ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি (এনআইসিটি) ঘোষণা করেছে, তারা পরীক্ষামূলকভাবে প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিট গতিতে তথ্য স্থানান্তর করতে সক্ষম হয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। এই গতিতে এক সেকেন্ডে পুরো নেটফ্লিক্স লাইব্রেরি বা ইংরেজি উইকিপিডিয়ার তথ্যভাণ্ডার হাজার বার ডাউনলোড করা সম্ভব।
এনআইসিটির ফটোনিক নেটওয়ার্ক ল্যাবরেটরির উদ্যোগে পরিচালিত এই পরীক্ষায় জাপানের সুমিতোমো ইলেকট্রিক এবং ইউরোপের কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরীক্ষায় ব্যবহৃত হয়েছে ১৯ কোরবিশিষ্ট একটি বিশেষ অপটিক্যাল ফাইবার ক্যাবল, যার ব্যাস মাত্র ০.১২৫ মিলিমিটার। ৮৬.১ কিলোমিটার দীর্ঘ ফাইবার লুপে ১৯টি কোরের মাধ্যমে ২১ বার পুনরাবৃত্তি করে মোট ১ হাজার ৮০৮ কিলোমিটার দূরত্বে ১৮০টি স্বতন্ত্র তথ্যপ্রবাহ একযোগে প্রেরণ করা হয়। এতে প্রতি কিলোমিটারে প্রতি সেকেন্ডে ১.৮৬ এক্সাবিট তথ্য স্থানান্তরের রেকর্ড গড়েছে।
ক্যাবলটি তৈরি করেছে সুমিতোমো ইলেকট্রিক এবং এনআইসিটি উন্নত ট্রান্সমিটার, রিসিভার ও উচ্চ ক্ষমতাসম্পন্ন উপকরণ ব্যবহার করে তথ্য প্রেরণব্যবস্থা তৈরি করেছে। এনআইসিটির বিবৃতিতে বলা হয়, বর্তমান অবকাঠামো ব্যবহার করে দীর্ঘ দূরত্বে অতি-উচ্চগতির ইন্টারনেট সংযোগ সম্ভব।
তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটের হিসাবে, এই গতিতে ইংরেজি উইকিপিডিয়ার ১০০ গিগাবাইট তথ্য এক সেকেন্ডে ১০ হাজার বার বা উচ্চ রেজল্যুশনের ৮-কে ভিডিও ফাইল ডাউনলোড করা সম্ভব।
এমএএইচ