রোববার; ০৬ জুলাই ২০২৫; ২১ আষাঢ় ১৪৩২

আইওএসে আসছে ইউটিউবের মোবাইল ভিডিও এডিটর ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইওএসে আসছে ইউটিউবের মোবাইল ভিডিও এডিটর

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৭, ২৯ জুন ২০২৫

দুই বছর আগে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইউটিউব ক্রিয়েট অ্যাপ চালু করার পর, এবার গুগল এই অ্যাপের আইওএস সংস্করণ নিয়ে কাজ শুরু করেছে। এই অ্যাপটি ক্রিয়েটরদের জন্য স্টিকার, জিআইএফ, ইফেক্ট এবং অন্যান্য বিনামূল্যের এডিটিং টুল সরবরাহ করবে, যা ইউটিউব শর্টস এবং দীর্ঘ ভিডিও তৈরিতে কাজে আসবে।

টেকক্রাঞ্চের একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল ভারতের বেঙ্গালুরুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ করছে এই আইওএস অ্যাপ তৈরির জন্য। ২০২৩ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রসহ ৮টি দেশে এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আরও ১৩টি দেশে অ্যান্ড্রয়েডে এই অ্যাপ চালু হয়েছিল। গুগল ৩ হাজার ক্রিয়েটরের সঙ্গে আলোচনা করে এই অ্যাপের ফিচার ডিজাইন করেছে, যাতে ব্যবহারকারীদের চাহিদা পূরণ হয়।

বাজারে বাইটড্যান্সের ক্যাপকাট এবং ইনশটের মতো অ্যাপগুলোর তুলনায় ইউটিউব ক্রিয়েট এখনও পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।  সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ক্যাপকাট ৬৬ মিলিয়ন এবং ইনশট ২১ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে, যেখানে ইউটিউব ক্রিয়েটের ডাউনলোড ছিল মাত্র ৫ লাখের নিচে।

এমএএইচ

শেয়ার করুনঃ