.png)

সেমিকন্ডাক্টর খাতে বিলিয়ন ডলার বিনিয়োগের আশা
Published : ১৮:৫৭, ৩ জুলাই ২০২৫
বাংলাদেশ সেমিকন্ডাক্টর খাতে বিশ্ববাজার ধরতে বাড়তি উদ্যোগ নিচ্ছে। আগামী পাঁচ বছরে এই খাতে কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
৩ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
তিনি বলেন, এই খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকার প্রদান করবে। বর্তমান ঘাটতিগুলো চিহ্নিত করা হচ্ছে এবং এর সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে।
এছাড়া, সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে বলেও তিনি জানান।
এমএএইচ