রোববার; ০৬ জুলাই ২০২৫; ২২ আষাঢ় ১৪৩২

৪০ কোটি ব্যবহারকারী হারালো উইন্ডোজ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৪০ কোটি ব্যবহারকারী হারালো উইন্ডোজ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৫, ১ জুলাই ২০২৫

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম গত তিন বছরে প্রায় ৪০ কোটি ব্যবহারকারী হারিয়েছে। মাইক্রোসফটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১০ ও ১১ চালিত ডিভাইসের সংখ্যা ১৪০ চল্লিশ কোটি থেকে কমে ১০০ কোটির কিছু বেশি হয়েছে।

সংবাদমাধ্যম টেকস্পট জানায়, মোবাইল ডিভাইস, লিনাক্স এবং ম্যাক ওএস-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই পরিবর্তনের অন্যতম কারণ। উইন্ডোজ ১১-এর কঠিন হাই পার্ফরমেন্স হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট এবং উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হওয়ার ঘোষণা ব্যবহারকারীদের অন্য প্ল্যাটফর্মের দিকে ঝুঁকতে প্রভাবিত করেছে।

এই পরিস্থিতিতে মাইক্রোসফট ব্যবহারকারীদের ধরে রাখতে উইন্ডোজ ১০-এর জন্য ২০২৬ পর্যন্ত সিকিউরিটি আপডেটের সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে, তবে এর জন্য অতিরিক্ত খরচ দিতে হবে। এই পদক্ষেপ ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে কি না তা নিয়ে সংশয় আছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।

এমএএইচ

শেয়ার করুনঃ