রোববার; ০৬ জুলাই ২০২৫; ২২ আষাঢ় ১৪৩২

রেলওয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়ালো ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রেলওয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবলের দাম বাড়ালো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩২, ৩০ জুন ২০২৫

বাংলাদেশ রেলওয়ে তাদের অপটিক্যাল ফাইবার ক্যাবল ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে। এতে আগের চেয়ে দাম বাড়ানো হয়েছে। যা নিয়ে অপারেটরদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

গত ১৬ জুন আহ্বান করা দরপত্রে প্রতি কোর ফাইবারের দাম ৩ টাকা ৮ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫০ পয়সা করা হয়েছে, ফলে জোড়া কোরের ভিত্তিমূল্য ৯ টাকা, যা আগের তুলনায় ১৭ শতাংশ বেশি। রেলওয়ের ৩ হাজার ২০৫ কিলোমিটার ফাইবার ক্যাবল মোবাইল ও এনটিটিএন অপারেটররা ব্যবহার করে, যা প্রতি পাঁচ বছর পর নবায়ন করা হয়।

অপারেটররা অভিযোগ করেছেন, এই মূল্যবৃদ্ধির জন্য বিটিআরসির অনুমোদন নেওয়া হয়নি, যা তাদের নীতিমালা লঙ্ঘন। এতে গ্রাহকদের উপর বাড়তি খরচের বোঝা চাপবে। তারা আরও জানিয়েছে, রেলওয়ের ৪০ শতাংশ ফাইবার অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে এবং ১ হাজার ৮৬৯ কিলোমিটার ফাইবার গ্রামীণফোন এক দশক আগে নিজ খরচে প্রতিস্থাপন করেছিল।

এদিকে, পিজিসিবি ও বিটিসিএলও ফাইবার ইজারা দেয় এবং পিজিসিবিও সম্প্রতি দাম বাড়িয়েছে, যা রেলওয়ের সঙ্গে প্রতিযোগিতা তৈরি করেছে।

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে (আইএসপি) মাসে সর্বনিম্ন ৪০০ টাকার প্যাকেজে গ্রাহককে সেবা দেওয়ার জন্য বলা হয়েছে। দেশে ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম শনিবার এক কর্মশালায় বলেছেন, কম মূল্যে সবচেয়ে ভালো ইন্টারনেট সেবা দেওয়া বাস্তবসম্মত নয়। এটা সস্তা রাজনীতির পর্যায়ে পড়েছে। সরকার ছাড় না দিলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের দাম কমাতে পারবে না।

এমএএইচ

শেয়ার করুনঃ