শুক্রবার; ২২ আগস্ট ২০২৫; ৬ ভাদ্র ১৪৩২

মেটলাইফের সাথে চুক্তি করলো শাওমি ছবি- সংগৃহীত

মেটলাইফের সাথে চুক্তি করলো শাওমি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:২৮, ১৭ জুন ২০২৫

কর্মীদের জন্য বীমা সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ চুক্তির অধীনে, শাওমি টেকনোলজিস বাংলাদেশের কর্মীরা গুরুতর অসুস্থতা, দুর্ঘটনা, মাতৃত্ব, অক্ষমতা ও জীবনহানির মত অপ্রত্যাশিত ক্ষেত্রে বীমা কাভারেজ সুবিধা পাবেন। বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা এবং বীমাদাবির দ্রুত পেমেন্ট ও ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির আর্থিক সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের বীমা সেবা দেওয়ার ক্ষেত্রে মেটলাইফকে নির্বাচন করেছে শাওমি।

২০১০ সালে যাত্রা শুরু করা বৈশ্বিক প্রতিষ্ঠান শাওমি টেকনোলজিস বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। শাওমি টেকনোলজিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।  

শাওমি টেকনোলজিস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী; মেটলাইফ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার নওফেল আনোয়ার এবং চিফ কর্পোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমএএইচ

শেয়ার করুনঃ