ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক
Published : ১৮:০৫, ১৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি লিখে দেশে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ভিওএন ও বাংলালিংক এই বিষয়ে গভর্নরের কাছে চিঠি দিয়েছে।
বাংলালিংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিটি ডিজিটাল ব্যাংক লাইসেন্স পাওয়ার জন্য আগ্রহপত্র পাঠিয়েছে। তবে এখনও অপারেটরটি আনুষ্ঠানিকভাবে লাইসেন্সের জন্য আবেদন করেনি।
জানা যায়, এর আগে বাংলালিংক এবং ভিওএন গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় এবং চলতি বছরের এপ্রিলে ওয়াশিংটনে গভর্নরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিল।
ভিওএন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগলু এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী ইয়োহান বুসে স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবা খাতে অবদান রাখতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা এই খাতের সম্ভাবনার প্রতি অত্যন্ত আশাবাদী। এটি আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে পারে।
চিঠিতে আরও বলা হয়, ২০২৩ সালে আমাদের প্রাথমিক আবেদনের পর এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরবর্তী ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে, আমরা ডিজিটাল ব্যাংক লাইসেন্স পাওয়ার জন্য আমাদের দৃঢ় আগ্রহ পুনর্ব্যক্ত করতে চাই।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভিওএন কাজাখস্তানে সিম্পলি, উজবেকিস্তানে বিপুল এবং পাকিস্তানে জ্যাজক্যাশ নামে ডিজিটাল আর্থিক সেবা পরিচালনার মাধ্যমে এই খাতে তাদের দক্ষতা প্রমাণ করেছে। জ্যাজক্যাশ বর্তমানে ৪ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে, প্রতিদিন প্রায় ২ লাখ অনলাইন ঋণ প্রদান করছে এবং পাকিস্তানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশের সমান লেনদেন পরিচালনা করছে।
ভিওএন এবং বাংলালিংক জানিয়েছে, তাদের এই বৃহৎ পরিসরের নিয়ন্ত্রিত প্ল্যাটফর্ম পরিচালনার অভিজ্ঞতা—বিশেষ করে দেশব্যাপী গ্রাহক ও ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা, আন্তঃসংযোগ, আর্থিক সাক্ষরতা ও অন্তর্ভুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশে স্থানীয়ভাবে প্রয়োগ করে দেশটিকে একটি ডিজিটালভাবে চালিত, নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এমএএইচ

















