বিকাশ নগদ রকেট উপায়ের মধ্যে টাকা আদান প্রদান করা যাবে
Published : ০৯:৩৩, ১৪ অক্টোবর ২০২৫
মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদ ও রকেটের মধ্যে সরাসরি অর্থ লেনদেনের কাজটি আলোর মুখ দেখছে। আগামী ১ নভেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে চালু হচ্ছে এই আন্তঃলেনদেন সেবা। এর ফলে গ্রাহকরা বিকাশ থেকে নগদ, রকেট থেকে বিকাশ বা যেকোনো এমএফএস হিসাবে তাৎক্ষণিক অর্থ পাঠাতে পারবেন। এ উদ্যোগ নগদ টাকার লেনদেন কমিয়ে ডিজিটাল আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নগদ অর্থের ব্যবহার কমাতে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম অবকাঠামো (এনপিএসবি) ব্যবহার করে ব্যাংক, এমএফএস ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃলেনদেন চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় লেনদেনের খরচও নির্ধারণ করা হয়েছে। প্রতি হাজার টাকা লেনদেনে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিসে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা। বিকাশ, নগদ বা রকেট থেকে অন্য এমএফএস, ব্যাংক বা পেমেন্ট সার্ভিসে হাজারে খরচ ৮ টাকা ৫০ পয়সা। পেমেন্ট সার্ভিস থেকে ব্যাংক বা এমএফএসে হাজারে খরচ ২ টাকা।
২০২২ সালের নভেম্বরে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের আওতায় ৬৫ কোটি টাকা ব্যয়ে চালু হয় ‘বিনিময়’ নামে ইন্টার-অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি)। এটি ব্যাংক ও এমএফএসের মধ্যে লেনদেনের জন্য তৈরি হলেও পূর্ণাঙ্গ সেবা এতদিন চালু হয়নি। আগামী নভেম্বর থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আর্থিক লেনদেনে নতুন অধ্যায় শুরু হবে।
এমএএইচ

















