.png)

গুগল পে-র গ্রাহক ২৫ হাজার ছাড়িয়েছে
Published : ১৫:১৯, ৭ জুলাই ২০২৫
দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে গুগলের ডিজিটাল লেনদেন সেবা গুগল ওয়ালেট (গুগল পে নামে বেশি পরিচিত)। গত ২৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবায় প্রথম ১০ দিনের মধ্যে প্রায় ২৫ হাজার গ্রাহক নিবন্ধিত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক তিন বহুজাতিক প্রতিষ্ঠান- গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় দেশের বেসরকারি সিটি ব্যাংক এই সেবা চালু করেছে। বর্তমানে শুধু সিটি ব্যাংকের গ্রাহকেরা এই সেবা ব্যবহার করতে পারছেন।
গুগল পে-র মাধ্যমে গ্রাহকেরা এখন সহজে ডিজিটাল লেনদেন করতে পারছেন, ব্যাংকের প্লাস্টিক কার্ড (ডেবিট বা ক্রেডিট) বহনের প্রয়োজন ছাড়াই। স্মার্টফোনই এখন ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করছে। ফলে দেশে এই সেবা দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। বাংলাদেশসহ বিশ্বের ১০০টি দেশে গুগল পে সেবা চালু রয়েছে।
বর্তমানে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে-তে নিবন্ধন করে এই সেবা ব্যবহার করতে পারছেন। গ্রাহকদের একটি এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তিযুক্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করতে হবে।
গত ২৪ জুন থেকে বৃহস্পতিবার (৩ জুলাই) পর্যন্ত সিটি ব্যাংকের ২৪ হাজার ৫১৩ জন গ্রাহক গুগল পে-তে নিবন্ধিত হয়েছেন। এই সময়ে মোট ৬ হাজার ৩০০ লেনদেন হয়েছে, যার মধ্যে শুধু বৃহস্পতিবারেই লেনদেন হয়েছে ১ হাজার ৪২১টি। সব মিলিয়ে লেনদেনের পরিমাণ ৭২ লাখ টাকা।
সিটি ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স ব্র্যান্ডের কার্ড রয়েছে। এই কার্ডধারীরা বর্তমানে গুগল পে-র মাধ্যমে লেনদেন করতে পারছেন। শিগগিরই অ্যামেক্স কার্ডধারীরাও এই সেবা সেবায় যুক্ত হবেন। বর্তমানে আওতার বাইরে রয়েছেন।
এই সেবা গ্রাহকদের কার্ড বহনের ঝামেলা থেকে মুক্তি দিয়েছে এবং লেনদেনে আরও সুবিধা নিয়ে এসেছে।