শুক্রবার; ১৮ জুলাই ২০২৫; ২ শ্রাবণ ১৪৩২

২৬ জুলাই ই-ক্যাব নির্বাচন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

২৬ জুলাই ই-ক্যাব নির্বাচন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪৬, ১৭ জুলাই ২০২৫

দেশের ই-কমার্স খাতের শীর্ষ সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সংগঠনের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। নির্বাচন আয়োজনের জন্য ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছেন।

প্রাথমিকভাবে গত ৩১ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৪ মে এক চিঠির মাধ্যমে নির্বাচন বোর্ড তা স্থগিত করে। এই সিদ্ধান্তে সংগঠনের সদস্য ও প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন।

এবারের নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২২ জন টিম ইউনাইটেডটিম টাইগার নামে দুটি প্যানেলে অংশ নিচ্ছেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। বোর্ডের অন্য দুই সদস্য হলেন উপসচিব শাহাদৎ হোসেন ও মো. রেজাউল করিম।

প্রসঙ্গত, নির্বাচনে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগে ভোটার ছিলেন ৫০২ জন, তবে স্থগিতের পর নতুন করে আরও ৩৩৩ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। ফলে মোট ৮৩৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ