বৃহস্পতিবার; ১৭ জুলাই ২০২৫; ১ শ্রাবণ ১৪৩২

হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশের বিজয়ীদের নাম ঘোষণা ছবি- সংগৃহীত

হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশের বিজয়ীদের নাম ঘোষণা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৫৮, ১৩ জুলাই ২০২৫

তিন মাসব্যাপী যাচাই-বাছাই, প্রশিক্ষণ ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫, বাংলাদেশ-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ঢাকায় হুয়াওয়ের দক্ষিণ এশিয়ার সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ৮ বিজয়ীর হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। বিজয়ীরা আগামী দিনে চীনে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

এ বছর প্রায় ৩ হাজার আবেদনকারীর মধ্যে ৬০ জনকে বুটক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়। বুটক্যাম্পে ব্যবসা উন্নয়ন, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পাওয়ার, ফাইভ-জি ও এআই-এর মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম ধাপে প্রশিক্ষণ শেষে লিখিত পরীক্ষা, উপস্থাপনা ও দলগত কাজের দক্ষতারভিত্তিতে প্রতিযোগীদের জ্ঞান, দক্ষতা ও বিশ্লেষণ ক্ষমতা মূল্যায়ন করা হয়। এরপর ২১ জনকে নির্বাচিত করে বিশদ প্রশিক্ষণ দেওয়া হয়। পরিশেষে, তাঁদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর্থ-সামাজিক প্রভাব সৃষ্টিকারী ব্যবসায়িক পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। শিক্ষাবিদ, ইউনেস্কো প্রতিনিধি, প্রাক্তন প্রতিযোগী ও হুয়াওয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত প্যানেল দলগত উপস্থাপনার ভিত্তিতে শীর্ষ আট বিজয়ী নির্বাচন করেন।

বিজয়ীরা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সৈয়দ আতিফ রায়হান, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারিসা জায়নাহ জামান, ব্র্যাক ইউনিভার্সিটির নাফিম করিম খান, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) মো. রেজওয়ান উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া ইফফাত, রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) মো. সাফিউস সিফাত ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নুফসাত ফারুক ও ওয়াসিফ উদ্দিন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টর অব দ্য বোর্ড লিন হাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ।

এমএএইচ

শেয়ার করুনঃ