বৃহস্পতিবার; ১৭ জুলাই ২০২৫; ১ শ্রাবণ ১৪৩২

জাতীয় টাস্কফোর্সের সুপারিশমালাকে স্বাগত জানালো বিএসআইএ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জাতীয় টাস্কফোর্সের সুপারিশমালাকে স্বাগত জানালো বিএসআইএ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:০৭, ৭ জুলাই ২০২৫

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স প্রকাশিত সুপারিশমালাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)। এ টাস্কফোর্সটি প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে গঠিত। 

টাস্কফোর্সের অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়ে বিএসআইএ নেতৃবৃন্দ বলেন, সুপারিশমালায় সরকারি নীতিনির্ধারক, অ্যাকাডেমিয়া, শিল্প-প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের সমন্বয়ে দেশের জনশক্তি ও চিপ ডিজাইন ও টেস্টিং ক্ষেত্রে বিকাশমান সক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। টাস্কফোর্সের চূড়ান্ত প্রতিবেদনে বিএসআইএ প্রস্তাবিত একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ বিবেচিত ও অন্তর্ভুক্ত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

সুপারিশমালার মধ্যে ছিল- ল্যাব অবকাঠামো ও বিশ্ববিদ্যালয়-শিল্প খাতের সহযোগিতায় দক্ষ জনশক্তি তৈরি, ভেঞ্চার ক্যাপিটাল সহায়তা বা মেয়াদি অর্থায়ন প্রদানের উদ্দেশ্যে একটি সেমিকন্ডাক্টর ফান্ড প্রতিষ্ঠা, প্রাথমিকভাবে অন্তত ১০ বছর মেয়াদে কর অবকাশ সুবিধা এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের শক্ত অবস্থান তৈরি।

তবে বর্ণিত সুপারিশমালায় অন্যান্য অগ্রাধিকার প্রাপ্ত খাতের মতো রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা প্রদানের সুপারিশ অন্তর্ভুক্ত করার দাবি জানায়। এতে স্থানীয় সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের সুপারিশমালা প্রসঙ্গে বিএসআইএ সভাপতি মো. আবদুল জব্বার বলেন, জাতীয় টাস্কফোর্সের সদস্য হিসেবে বিএসআই-এর কয়েকজন সদস্য সরাসরি সম্পৃক্ত থেকে সুপারিশমালা প্রণয়নে সক্রিয় ভূমিকা রেখেছেন। সরকার ও সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মিলিতভাবে একটি প্রাণবন্ত সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তুলতে বিএসআইএ বদ্ধপরিকর। আমরা টাস্কফোর্সের সদস্য এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। -বিজ্ঞপ্তি

এমএএইচ

শেয়ার করুনঃ