বৃহস্পতিবার; ১৭ জুলাই ২০২৫; ১ শ্রাবণ ১৪৩২

রিলের বিজ্ঞাপনে নতুন গাইডলাইন দিলো মেটা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রিলের বিজ্ঞাপনে নতুন গাইডলাইন দিলো মেটা

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫৯, ১৩ জুলাই ২০২৫

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিলের বিজ্ঞাপনের জন্য নতুন গাইডলাইন প্রকাশ করেছে। এই গাইডে সৃজনশীল কৌশল, এআই-চালিত টুল এবং কপিরাইট চেকিংয়ের মতো ফিচারের ওপর জোর দেওয়া হয়েছে। রিল ফরম্যাটে সব ভিডিও কনটেন্ট একসাথে করার পরিকল্পনা করেছে মেটা, যাতে পোস্টিং সহজ হয় এবং দর্শকদের কাছে আকর্ষণ বাড়ে।

সোশ্যালমিডিয়াটুডের তথ্যমতে, এই গাইডে ট্রেন্ডি কনটেন্টের সঙ্গে বিজ্ঞাপন প্রদর্শনের কৌশল তুলে ধরা হয়েছে। আকর্ষণীয় ভিজ্যুয়াল, গল্পধর্মী সংক্ষিপ্ত কনটেন্ট ও দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের উপায় নিয়ে পরামর্শও দেওয়া হয়েছে। ভিডিওর দৈর্ঘ্য ও ফরম্যাটের সীমাবদ্ধতা তুলে নেওয়ায় ক্রিয়েটররা এখন থেকে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন।

এই আপডেট ব্যবসা ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রিলের প্রভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় সংবাদমাধ্যম  সোশ্যালমিডিয়াটুডে। নতুন টুলগুলো কনটেন্ট তৈরির আগে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করতে সহায়ক হবে, যা বিজ্ঞাপনের ভিউ বাড়াবে। মেটার এই উদ্যোগ ডিজিটাল মার্কেটিংয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে সংশ্লিষ্টদের আশা।

এমএএইচ

শেয়ার করুনঃ