রোববার; ০৬ জুলাই ২০২৫; ২১ আষাঢ় ১৪৩২

দেশে চালু হলো গুগল পে, আসছে অ্যাপল পে গুগল পের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: ইন্টারনেট থেকে গ্রংগৃহীত

দেশে চালু হলো গুগল পে, আসছে অ্যাপল পে

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৩:৪২, ২৪ জুন ২০২৫

গুগলের ডিজিটাল সেবা গুগল ওয়ালেট যা গুগল পে নামে পরিচিত দেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সিটি ব্যাংক গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের মাস্টার বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে-র মাধ্যমে দ্রুত পেমেন্ট করতে পারবেন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার একটি হোটেলে গুগল পে-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।

অনুষ্ঠানে ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সেবার মাধ্যমে গ্রাহকরা দেশে বা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সক্ষম পজ টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করে সহজ ও ঝামেলাহীন লেনদেন করতে পারবেন। গুগল পেতে উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যা গ্রাহকের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। এর ফলে গ্রাহকের স্মার্টফোনই একটি ডিজিটাল ওয়ালেটে পরিণত হবে, ফলে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন হবে না। বিমানযাত্রা থেকে শুরু করে কেনাকাটা বা সিনেমার টিকিট- সব লেনদেন এখন মোবাইলফোনে সম্পন্ন হবে।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, বাংলাদেশে ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের সাক্ষ্য এই অংশীদারিত্ব।

আসছে অ্যাপল পে

সিটি ব্যাংক দেশে গুগল পের উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপল পে চালুর ঘোষণা দিয়েছে। ব্যাংকটির প্রধান নির্বাহী মাসরুর আরেফিন শিগগিরই এই সেবাটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এমএএইচ

শেয়ার করুনঃ