.png)

ওয়ানপ্লাস নর্ড ৫ ও সিই-৫ উদ্বোধন: মঙ্গলবার ভারতে, বুধবার ঢাকায়
Published : ১৩:২৮, ৮ জুলাই ২০২৫
ওয়ানপ্লাস নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ৫ এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৫ বাজারে ছাড়তে যাচ্ছে। আজ (মঙ্গলবার) এটি ভারতের বাজারে আসছে। আগামীকাল বুধবার (৯ জুলাই) বাংলাদেশে এর উদ্বোধন হবে। আগামীকাল বিকাল ৫টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে এক বিশাল আয়োজনের মাধ্যমে দেশে আসছে ওয়ান প্লাসের ফোন দুটি।
ভারতে এই লঞ্চ ইভেন্টটি দুপুর ২টায় শুরু হবে এবং এটি লাইভস্ট্রিমের মাধ্যমে দেখা যাবে। ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অথবা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন- এক্স বা ফেসবুকের মাধ্যমে এই ইভেন্টটি সরাসরি দেখা যাবে। অনুষ্ঠানে ফোনগুলোর আরও বিস্তারিত তথ্য, যেমন- ফিচার, স্পেসিফিকেশন এবং দাম ইত্যাদি ঘোষণা করা হবে।
লাইভস্ট্রিম দেখার জন্য ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইট (www.oneplus.com) ভিজিট করুন। ওয়ানপ্লাসের ইউটিউব চ্যানেল, তাদের অফিসিয়াল এক্স বা ফেসবুক পেজে লাইভস্ট্রিম লিংক পাওয়া যাবে।
ওয়ানপ্লাস নর্ড ৫ ফিচার
ওয়ানপ্লাস নর্ড ৫-এ আছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রেজুলেশন ফুল এইচডি প্লাস।
এই ফোনে থাকবে স্ন্যাপ ড্রাগন ৮এস জেন থ্রি চিপসেট, এলপিডিডিআর৫এক্স র্যাম। পিছনের ক্যামেরা সেটআপে থাকবে একটি ৫০ মেগাপিক্সেল সনির এলওয়াইটি ৭০০ মূল ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে থাকবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া ফোনটিতে ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
ওয়ানপ্লাস নর্ড সিই ৫-এর ফিচার
ওয়ানপ্লাস নর্ড ৫-এ আছে ৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।৮৩৫০ অ্যাপেক্স চিপসেট, পিছনের ক্যামেরা সেটআপে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেল সনির এলওয়াইটি ৬০০ প্রাইমারি সেন্সর। এই ফোনে থাকবে একটি বিশাল ৭,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যার সাথে থাকবে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ওয়ান প্লাসের দাবি, এই ফোনটি মাত্র ৫৯ মিনিটে ০ থেকে ১০০ শতাংশ চার্জ হতে পারে এবং মাত্র ১০ মিনিট চার্জে ছয় ঘণ্টা পর্যন্ত ইউটিউব দেখা যাবে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া
এমএএইচ