শনিবার; ০২ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

ভারতীয় নয়, আমেরিকানদের উপর মনোযোগ দিতে বলেছেন ট্রাম্প ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ভারতীয় নয়, আমেরিকানদের উপর মনোযোগ দিতে বলেছেন ট্রাম্প

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:২২, ২৬ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুগল এবং মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি কড়া বার্তা পাঠিয়েছেন। তাদের বিদেশে, বিশেষ করে ভারতের মতো দেশে কর্মী নিয়োগ বন্ধ করতে বলেছেন। বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি এআই সামিটে ট্রাম্প বলেন, চীনে কারখানা তৈরি বা ভারতীয় প্রযুক্তি কর্মীদের চাকরি দেওয়ার পরিবর্তে আমেরিকান কোম্পানিগুলোর এখন দেশের মধ্যে চাকরি সৃষ্টির দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প প্রযুক্তি শিল্পের বৈশ্বিক মানসিকতার সমালোচনা করেন। বলেন, এই দৃষ্টিভঙ্গি অনেক আমেরিকানকে উপেক্ষিত বোধ করিয়েছে। তিনি দাবি করেন, শীর্ষস্থানীয় কিছু প্রযুক্তি কোম্পানি আমেরিকার স্বাধীনতার সুযোগ নিয়ে মুনাফা অর্জন করেছে, কিন্তু তারা বিদেশে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে।

আমাদের বৃহৎ প্রযুক্তি কোম্পানিগুলো আমেরিকার স্বাধীনতার সুফল ভোগ করেছে, অথচ তারা চীনে কারখানা তৈরি করছে, ভারতে কর্মী নিয়োগ করছে এবং আয়ারল্যান্ডে মুনাফা জমা করছে। এদিকে, দেশের নাগরিকদের উপেক্ষা করে এমনকি তাদের সেন্সরও করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে, এই দিনগুলো শেষ। তিনি বলেন, এআই প্রতিযোগিতায় জয়ী হতে সিলিকন ভ্যালি এবং তার বাইরেও দেশপ্রেম ও জাতীয় আনুগত্যের একটি নতুন চেতনা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে আমেরিকার জন্য পুরোপুরি নিবেদিত হতে হবে। আমরা চাই আপনারা আমেরিকাকে প্রথমে রাখুন। এটাই আমরা শুধু চাই।

ট্রাম্প একই সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত তিনটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে এআই উন্নয়ন ত্বরান্বিত করার এবং দেশের অগ্রগতিতে বাধা হতে পারে এমন প্রতিবন্ধকতা কমানোর জন্য একটি জাতীয় কৌশল রূপরেখা দেওয়া হয়েছে। উইনিং দ্য রেস নামের এই পরিকল্পনার লক্ষ্য ডেটাসেন্টার নির্মাণ ত্বরান্বিত করে এবং এআই-এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি সহজ করে আমেরিকাকে এআই-এর নেতৃত্বে পরিণত করা।

আরেকটি গুরুত্বপূর্ণ আদেশ ফেডারেল তহবিলপ্রাপ্ত এআই উন্নয়নকারী কোম্পানিগুলোর জন্য নির্দেশিত। এই কোম্পানিগুলোকে এখন রাজনৈতিকভাবে নিরপেক্ষ এআই টুল তৈরি করতে হবে।

এছাড়া, ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটির প্রতি তার অপছন্দের কথা প্রকাশ করে বলেন, এটা কৃত্রিম নয়, এটা প্রতিভা।

সূত্র: ইন্ডিয়া টুডে

এমএএইচ

শেয়ার করুনঃ