রোববার; ০৩ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

নতুন আইফোনে যেসব ফিচার থাকবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন আইফোনে যেসব ফিচার থাকবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:১৮, ২৮ জুলাই ২০২৫

সেপ্টেম্বরে অ্যাপল তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬ উন্মুক্ত করতে যাচ্ছে, যা বিনা মূল্যে আপডেট হিসেবে পাওয়া যাবে। গত জুনে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডাব্লিউডাব্লিউডিসি সম্মেলনে এই অপারেটিং সিস্টেমের প্রদর্শনী করা হয়। আইওএস ২৬-এ যুক্ত হচ্ছে লাইভ ফোনকল অনুবাদ, নতুন নকশা, উন্নত গ্রুপ চ্যাট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কল ব্যবস্থাপনার মতো আকর্ষণীয় ফিচার।

লিকুইড গ্লাস: নতুন নকশা

আইওএস ২৬-এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো এর লিকুইড গ্লাস নকশা। অ্যাপলের দাবি, এই নকশা কাঁচের মতো বাস্তবসম্মত আচরণ করবে। আলো ও গতির সঙ্গে সঙ্গতি রেখে রং পরিবর্তন করবে এবং ছায়ার প্রতিফলন দেখাবে। এই নকশা আইফোন, ম্যাক, আইপ্যাডসহ অ্যাপলের অন্যান্য ডিভাইসেও ধাপে ধাপে যুক্ত হবে। পর্দায় স্পর্শ করলেই উপাদানগুলো দ্রুত সাড়া দেবে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে।

উন্নত গ্রুপ চ্যাট

আইওএস ২৬ গ্রুপ চ্যাটের অভিজ্ঞতাকে নতুন মাত্রা দেবে। ব্যবহারকারীরা চ্যাটের পটভূমি নিজেদের পছন্দমতো সাজাতে পারবেন। এছাড়া, গ্রুপে মতামত জানানোর জন্য পোল (ভোট) চালু করা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো, এখন গ্রুপ চ্যাটেও দেখা যাবে কে টাইপ করছে, যা এতদিন শুধু ব্যক্তিগত চ্যাটে সীমাবদ্ধ ছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত কল ব্যবস্থাপনা

ফোন ব্যবহারে সময় সাশ্রয়ের জন্য আইওএস ২৬-এ যুক্ত হয়েছে দুটি নতুন ফিচার: কল স্ক্রিনিং এবং হোল্ড অ্যাসিস্ট।

কল স্ক্রিনিং: অপরিচিত নম্বর থেকে আসা কল গুরুত্বপূর্ণ কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করবে।

হোল্ড অ্যাসিস্ট: কল অপেক্ষমাণ রেখে ব্যবহারকারী গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়া, ফোন অ্যাপে নতুন ইউনিফায়েড ভিউ ফিচার যুক্ত হচ্ছে, যেখানে ফেভারিটস, রিসেন্টস এবং ভয়েসমেইল একসঙ্গে দেখা যাবে।

লাইভ ফোনকল অনুবাদ

আইওএস ২৬-এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো লাইভ ট্রান্সলেশন। এটি ফোনকল চলাকালীন কথোপকথনকে এক ভাষা থেকে অন্য ভাষায় রিয়েল-টাইমে অনুবাদ করবে। গোপনীয়তা রক্ষায় এই প্রক্রিয়া সম্পূর্ণ ডিভাইসের মধ্যেই সম্পন্ন হবে, ফলে ক্লাউডে তথ্য পাঠানো বা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না।

এমএএইচ

শেয়ার করুনঃ