.png)

সংক্ষিপ্ত লিংক নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত থেকে সরে এলো গুগল
Published : ১৮:০৭, ২ আগস্ট ২০২৫
গুগল তাদের goo.gl সংক্ষিপ্ত লিংক বন্ধ করার পরিকল্পনা থেকে সরে এসেছে। প্রাথমিকভাবে, ২০২৪ সালের জুলাইয়ে গুগল ঘোষণা করেছিল, ২৫ আগস্ট থেকে সব goo.gl লিংক নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু শুক্রবার নতুন ঘোষণায় গুগল জানিয়েছে, যেসব লিংক ২০২৪ সালের শেষ দিকে কোনও কার্যকলাপ দেখায়নি এবং ইতোমধ্যে নিষ্ক্রিয়করণের বার্তা প্রদর্শন করছে, কেবল সেগুলোই বন্ধ হবে। বাকি সব goo.gl লিংক স্বাভাবিকভাবে কাজ করতে থাকবে।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, ২০১৯ সালে গুগল নতুন goo.gl লিংক তৈরির সুবিধা বন্ধ করে দেয়। গত বছরের ঘোষণায় তারা জানিয়েছিল, এই লিংকগুলোর ব্যবহার ক্রমশ কমছে এবং ৯৯ শতাংশের বেশি লিংক গত এক মাসে কোনও কার্যকলাপ দেখায়নি।
তবে, ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার পর গুগল বুঝেছে, এই লিংকগুলো অসংখ্য ডকুমেন্ট, ভিডিও এবং পোস্টে ব্যবহৃত হচ্ছে। ফলে, ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে। goo.gl লিংকগুলোর অব্যাহত কার্যকারিতা নিশ্চিত করায় অনেকেই স্বস্তি পাবেন বলে মন্তব্য করে ভার্জ।
এমএএইচ