.png)

হোম সেফ অ্যালার্ট যুক্ত হলো স্ন্যাপচ্যাটে
Published : ১৮:০২, ২৭ জুলাই ২০২৫
স্ন্যাপচ্যাট সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে একটি নতুন নিরাপত্তা ফিচার চালু করেছে, যার নাম "হোম সেফ" অ্যালার্ট। এই ফিচারটি ব্যবহারকারীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর পর তাদের বন্ধু বা পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে জানাতে সাহায্য করে। ব্যবহারকারীরা যখন বাইরে থেকে তাদের পূর্বনির্ধারিত বাড়ির লোকেশনে পৌঁছান, তখন এই ফিচার তাদের নির্বাচিত বন্ধুদের কাছে একটি নোটিফিকেশন পাঠাবে। এটি বিশেষত রাতের বেলা ভ্রমণ, কনসার্ট, পার্টি বা দীর্ঘ যাত্রার পর নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে, যাতে প্রিয়জনরা নিশ্চিত হতে পারেন যে ব্যবহারকারী নিরাপদে বাড়ি ফিরেছেন।
সংবাদমাধ্যম সোশ্যালমিডিয়াটুডে জানায়, এই ফিচারটি স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের সাথে সমন্বয় করে কাজ করে। ব্যবহারকারীদের আগে থেকে স্ন্যাপ ম্যাপে লোকেশন শেয়ারিং চালু করতে হবে এবং তাদের বাড়ির ঠিকানা নির্দিষ্ট করে দিতে হবে। গোপনীয়তার বিষয়টি মাথায় রেখে, এই ফিচার শুধু সেই বন্ধুদের সাথে কাজ করে যাদের সাথে ব্যবহারকারী ইতিমধ্যে লোকেশন শেয়ার করার অনুমতি দিয়েছেন।
স্ন্যাপচ্যাটের এই উদ্যোগ তাদের ৪০০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীদের জন্য নিরাপত্তাকে আরও জোরদার করবে। এই ফিচারটি বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা পাবে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।
এমএএইচ