শনিবার; ০২ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

ব্যবহারকারী বেড়েছে মেটার, আয়ও

ব্যবহারকারী বেড়েছে মেটার, আয়ও

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫৮, ৩১ জুলাই ২০২৫

মেটা প্ল্যাটফর্মস তাদের ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ব্যবহারকারী এবং আয় উভয় ক্ষেত্রেই চোখ ধাঁধানো প্রবৃদ্ধি দেখা গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস মিলিয়ে ফ্যামিলি ডেইলি অ্যাকটিভ পিপল ৩ দশমিক ৪৮ বিলিয়নে পৌঁছেছে, যা গত প্রান্তিকের তুলনায় ৫ মিলিয়ন বেশি। ভারতের মতো উন্নয়নশীল বাজারে ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেটার আয় (রাজস্ব) ২২ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৫২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিজ্ঞাপন থেকে আয় ৪৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছে বছরে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, রিয়ালিটি ল্যাবস ইউনিট, যা ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করে, ৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের ক্ষতি দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা এআই এবং ভিআর-এর মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। ২০২৫ সালে মেটার মোট ব্যয় ১১৪ থেকে ১১৮ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে।

এমএএইচ

শেয়ার করুনঃ