.png)

শুক্রবার থেকে এক নামে ১০টির বেশি মোবাইল সিম নয়
Published : ১৭:৪৯, ৩১ জুলাই ২০২৫
একজন মোবাইল ফোন ব্যবহারকারী এক নামে (প্রতিটি জাতীয় পরিচয়পত্র-এনআইডি) ১০টির বেশি মোবাইল ফোনের সিম ব্যবহার করতে পারবেন না। আগামীকাল (১ আগস্ট) থেকে এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে। ১০টির বেশি সিম যাদের থাকবে তাদের অতিরিক্ত সিম ধাপে ধাপে বন্ধ করে দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসি বুধবার (৩০ জুলাই) এই নতুন নিয়মের কথা জানায়। অপরদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে মেসেজ দিয়ে খবরটি প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে। মেসেজে বলা হয়েছে, এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিম আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করুন। *১৬০০১# নম্বরে ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য (আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে) জানা যাবে।
জানা যায়, বিটিআরসির গত ৩০ জুনের কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সিম নিষ্ক্রিয় করার আগে গ্রাহকদের মতামত নেওয়া হবে। বিটিআরসির হিসাব অনুসারে, নতুন এই সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালে একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
এমএএইচ