রোববার; ০৩ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

গুগল এআই ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়ালো ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গুগল এআই ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়ালো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৩, ২৪ জুলাই ২০২৫

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। গুগল সার্চের এআই ওভারভিউ ফিচার এখন মাসিক ২০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। এছাড়া গুগলের জেমিনি অ্যাপ ৪৫ কোটি মাসিক ব্যবহারকারী অর্জন করেছে, যেখানে দৈনিক সার্চ রিকোয়েস্ট ৫০ শতাংশের বেশি বেড়েছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, এআই ওভারভিউ ফিচার সার্চ কোয়েরির পরিমাণ ১০ শতাংশ বাড়িয়েছে। গুগল মিটে ৫ কোটি ব্যবহারকারী এআই-চালিত মিটিং নোট ব্যবহার করছেন। এছাড়া, জেমিনি দিয়ে ৯০ লাখের বেশি ডেভেলপার কাজ করছেন এবং ভিও ৩ মডেল দিয়ে ৭ কোটি ভিডিও তৈরি হয়েছে। গুগলের এআই পণ্যগুলোর চাহিদা বাড়ছে, যা প্রতি মাসে ৯৮০ ট্রিলিয়ন টোকেন প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

তবে, এআই প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলের বাড়তি বিনিয়োগ পরিকল্পনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যার ফলে শেয়ারের দাম কিছুটা কমেছে। এআই মোডে শিগগিরই ডিপ সার্চ এবং ব্যক্তিগত উত্তরের মতো উন্নত ফিচার যুক্ত হবে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। গুগলের এআই প্রযুক্তি ভবিষ্যৎ সার্চ এবং যোগাযোগের ধরন বদলে দিচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ