রোববার; ০৩ আগস্ট ২০২৫; ১৮ শ্রাবণ ১৪৩২

আগস্টে আসছে জিপিটি-৫ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আগস্টে আসছে জিপিটি-৫

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:১৩, ২৭ জুলাই ২০২৫

ওপেনএআই-এর সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৫ আগস্টে আত্মপ্রকাশ করতে পারে বলে জানা গেছে। দ্য ভার্জ-এর প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি এক্সে জানিয়েছেন, জিপিটি-৫ শিগগিরই মুক্তি পাবে।

মাইক্রোসফটের প্রকৌশলীরা মে মাস থেকেই এর সার্ভারের জন্য প্রস্তুতি শুরু করেছেন, যদিও পরীক্ষণ ও উন্নয়নের চ্যালেঞ্জে মুক্তির সময় কিছুটা পিছিয়েছে।

জিপিটি-৫ ওপেনএআই-এর পূর্ববর্তী মডেলগুলোর সাথে যুক্ত করে তৈরি একটি সমন্বিত মডেল, যা সাধারণ ভাষা মডেল (এলএলএম) এবং যুক্তিবিদ্যা-কেন্দ্রিক ও-সিরিজের বৈশিষ্ট্য এক করবে।

এটি চ্যাটজিপিটি এবং ওপেনএআই-এর এপিআইয়ের মাধ্যমে পাওয়া যাবে, যেখানে "মিনি" ও "ন্যানো" সংস্করণও থাকবে। দ্য ইনফরমেশন জানিয়েছে, জিপিটি-৫ কোডিংয়ে উন্নত এবং সামগ্রিকভাবে আরও শক্তিশালী হবে। এছাড়া, ওপেনএআই প্রথমবারের মতো একটি ওপেন-ওয়েট মডেল প্রকাশের পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীরা নিজেদের হার্ডওয়্যারে চালাতে পারবেন। তবে, এর নিরাপত্তা পরীক্ষা এখনও চলছে।

শেয়ার করুনঃ