.png)

ক্রোমের ৩৫টি এক্সটেনশন নিয়ে উদ্বেগ
Published : ১৬:১১, ২৩ এপ্রিল ২০২৫
গুগলের ক্রোমের ওয়েব স্টোরে থাকা ৩৫টি এক্সটেনশন নিয়ে গুরুতর নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। গবেষণায় এসেছে, এসব এক্সটেনশন ব্যবহারকারীদের অজান্তে নানা ধরনের অনুমতি নিয়ে ওয়েব ব্যবহারে তথ্য সংগ্রহ করছে এবং তা একাধিক অজানা সার্ভারে পাঠাচ্ছে। ইতিমধ্যে এসব এক্সটেনশন ইনস্টল হয়েছে ৪০ লাখের বেশি ডিভাইসে।
ব্রাউজার এক্সটেনশন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিকিউর অ্যানেক্স -এর প্রতিষ্ঠাতা জন টাকনার এসব এক্সটেনশনের গোপন কার্যক্রম শনাক্ত করেন। এসব এক্সটেনশন অতিরিক্ত অনুমতির সুযোগ নিয়ে ব্রাউজারে ট্যাব ব্যবস্থাপনা, ওয়েব অনুরোধে হস্তক্ষেপ, কুকি পড়া ও সংরক্ষণ, ওয়েবসাইটে স্ক্রিপ্ট চালানো এবং নির্ধারিত সময় অনুযায়ী কাজ চালানোর মতো সক্ষমতা অর্জন করে।
উদ্বেগের বিষয় হলো- এক্সটেনশনগুলোর ৩৪টি গুগলের আনলিস্টেড শ্রেণিতে রয়েছে। এগুলোর লিংক সরাসরি না জানলে ওয়েব স্টোরে খুঁজে পাওয়া যায় না।
৩৫টি এক্সটেনশন হলো- চুজ ইওর ক্রোম টুলস, ফায়ার শিল্ড ক্রোম সেফটি, সেফ সার্চ ফর ক্রোম, ফায়ার শিল্ড এক্সটেনশন প্রটেকশন, ব্রাউজার চেকআপ ফর ক্রোম বাই ডক্টর, প্রটেক্টো ফর ক্রোম, আনবায়াসড সার্চ বাই প্রটেক্টো, সিকিউরিফাই ইওর ব্রাউজার, ওয়েব প্রাইভেসি অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিফাই কিড প্রটেকশন, বিং সার্চ বাই সিকিউরিফাই, ব্রাউজ সিকিউরলি ফর ক্রোম, বেটার ব্রাউজ বাই সিকিউরি সার্চ, চেক মাই পারমিশনস ফর ক্রোম, ওয়েবসাইট সেফটি ফর ক্রোম, মাল্টিসার্চ ফর ক্রোম, গ্লোবাল সার্চ ফর ক্রোম, ম্যাপ সার্চ ফর ক্রোম, ওয়াচ টাওয়ার ওভারভিউ, ইনকগনিটো শিল্ড ফর ক্রোম, ইনসাইট সার্চ ফর ক্রোম, প্রাইভেসি গার্ড ফর ক্রোম, ইয়াহু সার্চ বাই ঘোস্ট, প্রাইভেট সার্চ ফর ক্রোম, টোটাল সেফটি ফর ক্রোম, ডেটা শিল্ড ফর ক্রোম, ব্রাউজার ওয়াচডগ ফর ক্রোম, ইনকগনিটো সার্চ ফর ক্রোম, ওয়েব রেজাল্টস ফর ক্রোম, কুপোনোমিয়া কুপন অ্যান্ড ক্যাশব্যাক, সিকিউরিফাই ফর ক্রোম, সিকিউরিফাই অ্যাডভান্সড ওয়েব প্রটেকশন, নিউজ সার্চ ফর ক্রোম, সিকিউরি ব্রাউজ ফর ক্রোম ও ব্রাউজ সিকিউরলি ফর ক্রোম।
এমএএইচ