বৃহস্পতিবার; ০৮ জানুয়ারি ২০২৬; ২৫ পৌষ ১৪৩২

টেলিযোগাযোগ অধ্যাদেশ পাস, এনটিএমসি বিলুপ্ত ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টেলিযোগাযোগ অধ্যাদেশ পাস, এনটিএমসি বিলুপ্ত

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বুধবার (২৪ ডিসেম্বর) চূড়ান্তভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টা দুপুরে বৈঠকে এ অনুমোদন দেন।

নতুন এই আইন দেশের টেলিকম খাতকে আধুনিকীকরণ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ, ফাইভ-জি ও ক্লাউড সেবার প্রসার, ইন্টারনেট শাটডাউনের উপর বিধিনিষেধ আরোপ এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে আনা হয়েছে।

অধ্যাদেশে নতুন বিনিয়োগ আকর্ষণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী নিয়ন্ত্রক কাঠামো গঠনের কথাও বলা হয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বিদ্যমান আইন ও নীতির অনেক মৌলিক পরিবর্তন আনবে।

এমএএইচ

শেয়ার করুনঃ