বৃহস্পতিবার; ০৮ জানুয়ারি ২০২৬; ২৫ পৌষ ১৪৩২

সন্ত্রাস ও সহিংসতার প্ররোচনা সম্বলিত পোস্টে সরাসরি রিপোর্টের আহ্বান ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সন্ত্রাস ও সহিংসতার প্ররোচনা সম্বলিত পোস্টে সরাসরি রিপোর্টের আহ্বান

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ০১:৩৩, ২০ ডিসেম্বর ২০২৫

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদ ও সহিংসতার আহ্বানসংবলিত কনটেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নতুন পদক্ষেপ নিয়েছে।  শনিবার (২০ ডিসেম্বর) থেকে নাগরিকরা এ ধরনের পোস্ট সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার দিবাগত রাতে তিনি ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাস ও সহিংসতার প্ররোচনামূলক পোস্ট দেখামাত্র রিপোর্ট করতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। রিপোর্ট করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩০৮৩৩২৫৯২।  এ ছাড়া ই-মেইলের মাধ্যমেও অভিযোগ জানানো যাবে—ই-মেইল: notify@ncsa.gov.bd

আগামীকাল (শনিবার) থেকে এনসিএসএ সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র মাধ্যমে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে এসব পোস্ট রিপোর্ট করা হবে।

পোস্টে উল্লেখ করা হয়, সরকার সোশ্যাল মিডিয়ার কোনও  পোস্ট সরাসরি অপসারণ করতে পারে না। সরকার কেবল যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতাসংশ্লিষ্ট পোস্টগুলো প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।

এ ছাড়া সতর্ক করে বলা হয়, যেসব হেট স্পিচ সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান জানায়, তা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর অধীনে দণ্ডনীয় অপরাধ।  সোশ্যাল মিডিয়াকে সহিংসতা সৃষ্টির টুল হিসেবে ব্যবহার থেকে বিরত থাকতে এবং দেশ ও নাগরিকের জীবন-সম্পদের নিরাপত্তায় সচেতন হতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ