অ্যান্ড্রয়েডে জরুরি ফোনকলে লাইভ ভিডিও সুবিধা
Published : ১৮:২৩, ১৭ ডিসেম্বর ২০২৫
জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সহায়তা দিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। ‘ইমার্জেন্সি লাইভ ভিডিও’ সুবিধায় জরুরি সেবার নম্বরে ফোন বা বার্তা পাঠানোর সময় ব্যবহারকারীরা সরাসরি ভিডিও শেয়ার করতে পারবেন।
গুগল জানিয়েছে, জরুরি ফোনকলে কথা বলার সময় প্রয়োজন হলে সেবাদানকারী কর্মীরা লাইভ ভিডিওর অনুরোধ পাঠাতে পারবেন। ব্যবহারকারী সম্মতি দিলে এক ট্যাপেই ভিডিও সম্প্রচার শুরু হবে। এতে ঘটনাস্থলের অবস্থা তাৎক্ষণিকভাবে বুঝে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সিপিআরসহ জরুরি চিকিৎসা নির্দেশনা দেওয়া সহজ হবে।
ফোনকলের পাশাপাশি জরুরি বার্তায়ও এ সুবিধা কাজ করবে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ভিডিও সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে বলে জানিয়েছে গুগল।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে ফিচারটি চালু হয়েছে। জার্মানি ও মেক্সিকোর কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এ সুবিধা পেতে গুগল প্লে সার্ভিস সক্রিয় থাকতে হবে।
সূত্র: ম্যাশেবল
এমএএইচ















